বর্ষসেরা পাখির খেতাব জিতল বাদুড়!
নিউজিল্যান্ডের বর্ষসেরা পাখির খেতাব জিতেছে এক বাদুড়। অনলাইনে আয়োজিত এক জরিপে সেরা পাখির খেতাব ছিনিয়ে নেয় নিশাচর এই প্রাণী।
পরিবেশবাদী সংগঠন 'ফরেস্ট অ্যান্ড বার্ড' প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
তবে সংগঠনটি এবারই প্রথম বৈজ্ঞানিক শ্রেণিবিন্যাসকে অমান্য করে স্তন্যপায়ী একটি প্রাণীকে এই জরিপের অন্তর্ভুক্ত করেছে।
বিপন্ন প্রজাতির প্রাণীদের রক্ষায় সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে আয়োজকরা স্থানীয় প্রজাতির বাদুড়টিকে জরিপে তালিকাভুক্ত করেন।
বুড়ো আঙুলের সমান ও লম্বা লেজবিশিষ্ট পেকাপেকা-টু-রোয়া নামের বাদুড়টি একটি তোতা পাখিকে হারিয়ে বর্ষসেরা খেতাব জিতে নেয়।
৫৬ হাজার ৭০০ জনের বেশি মানুষ জরিপে ভোট প্রদান করেন। এরমধ্যে, সাত হাজারের বেশি ভোট পড়ে বাদুড়টির ঝুলিতে।
কিন্তু, বাদুড়টি জিতে যাওয়ার পর বিতর্কও পিছু ছাড়েনি। পাখি-প্রেমীরা এই আয়োজনের তীব্র সমালোচনা করে চলেছেন।
বেশ কয়েকটি টুইট বার্তায় তারা এই আয়োজনকে সম্পূর্ণ প্রহসন, জোচ্চুরি বলে মন্তব্য করেছেন।
আয়োজক সংগঠনটির মুখপাত্র লরা কেয়ন এক বিবৃতিতে বলেন, "বাদুড়ের পক্ষে ভোটদানের অর্থ হলো শিকারিদের নিয়ন্ত্রণ, প্রাণীদের আবাসস্থল পুনরুদ্ধার এবং জলবায়ু রক্ষায় পদক্ষেপ গ্রহণ যার মাধ্যমে আমাদের বাদুড় ও তাদের পালকধারী প্রতিবেশীরাও নিরাপদে থাকবে।"
তবে, এই আয়োজনকে ঘিরে বিতর্ক এবারই প্রথম নয়।
২০১৯ সালে আয়োজনের কয়েকশ ভোট আসে রাশিয়া থেকে। ফরে, ভোটগুলো জাল বলে বিতর্কের সৃষ্টি হয়।
তবে, আয়োজকদের দাবি ওই ভোটগুলো রাশিয়ার পাখিপ্রেমীরাই দিয়েছেন।
- সূত্র: বিবিসি