মহাকাশ ভ্রমণ শেষে জেফ বেজোসকে পৃথিবীতে ফেরত চান না অর্ধলক্ষ মানুষ!
আগামী মাসে মহাকাশ ভ্রমণে যাওয়ার পর, জেফ বেজোস যেন আর পৃথিবীতে ফিরে না আসেন তার জন্য পিটিশন স্বাক্ষর করেছেন ৫৬ হাজারেরও বেশি মানুষ।
ব্লু-অরিজিন নামক মহাকাশ সংস্থার প্রতিষ্ঠাতা, জেফ বেজোস গত ৭ জুন জানান, তিনি এবং তার ভাই মার্ক বেজোস আগামী ২০ জুলাই তাদের কোম্পানির তৈরি নিউ শেফার্ড রকেটে চেপে মহাকাশ ভ্রমণে যাবেন।
বেজোসের এমন ঘোষণার তিনদিন পরই দুটি পিটিশন চালু করা হয় যেখানে মানুষ বেজোসকে পৃথিবীতে ফিরে না আসার দাবি জানান। শুধু তাই নয়, মাত্র ১০ দিনেই আরও হাজার হাজার মানুষ একই ইচ্ছা প্রকাশ করেছেন।
চেঞ্জ.অর্গের 'বেজোসকে পৃথিবীতে ফেরত আসতে দিও না'-নামক পিটিশনে স্বাক্ষর করেছেন ৩৭ হাজারেরও অধিক মানুষ।
পিটিশনের বর্ণনায় লেখা হয়-'পৃথিবী বা মহাকাশে বিলিয়নিয়ারদের অস্তিত্বই থাকা উচিত না। তবে তারা দ্বিতীয় অপশনটা বেছে নিয়ে সেখানে থাকার কথা ভাবতে পারেন।'
স্বাক্ষরদাতাদের অনেকেই তাদের স্বাক্ষরের পেছনে যুক্তি দেখিয়েছেন। এসব যুক্তির মধ্যে আছে- 'পৃথিবীতে আবার ফিরে আসা একটি বিশেষ সুবিধা, অধিকার নয়' এবং 'জেফ, বিল গেটস বা এলন মাস্কের মত বিলিয়নিয়ার লোকদের এই পৃথিবী চায় না'।
'জেফ বেজোসকে পৃথিবীতে পুণরায় না আসার জন্য পিটিশন' নামক আরেকটি পিটিশনে স্বাক্ষর করেছেন ১৯ হাজারেরও বেশি মানুষ, এই পিটিশনটি দ্রুতই মানুষের দৃষ্টি আকর্ষণ করছে।
পিটিশনের উদ্যোক্তা, হোসে অর্টিজ পিটিশনের বর্ণনায় বেজোসকে 'এক শয়তান প্রভু নাছোড়বান্দা হয়ে পৃথিবীকে শাসন করতে চাইছে' বলে আখ্যা দিয়েছেন।
অর্টিজ আরও লিখেছেন, 'মানবজাতির ভাগ্য এখন আপনার হাতে।'
দুটি পিটিশনই ২৫ হাজার করে স্বাক্ষর নেয়ার লক্ষ্য স্থির করেছে। এতে করে চেঞ্জ.অর্গ নামক ওয়েবসাইটে সর্বাধিক স্বাক্ষরিত দুটি পিটিশন হিসেবে তালিকাভুক্ত হবে এগুলো।
জেফ বেজোসের সঙ্গে ১১ মিনিটের এ ভ্রমণে থাকবেন তার ভাই মার্ক এবং তার সঙ্গে ভ্রমণের জন্য ২৮ মিলিয়ন ডলারে পাশের সিট কিনে নেওয়া সেই বিজয়ী ব্যক্তি। গম্বুজ আকৃতির একটি ক্যাপসুলের ভেতর বাঁধা অবস্থায় থাকবেন তারা, এটিকে রকেট বুস্টারের উপর বসিয়ে দেওয়া হবে।
নিউ শেফার্ড 'কারমান লাইন' (পৃথিবীপৃষ্ঠের ৬২ মাইল উপরে একটি কল্পিত সীমানা) এ পৌঁছানোর পর ক্যাপসুলটি বুস্টার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, বায়ুমন্ডলে পুনঃপ্রবেশ করবে এবং প্যারাস্যুটের সাহায্যে আবার পৃথিবীর দিকে ফেরত আসবে।
৭ জুন নিজের ইনস্টাগ্রামে বেজোস লিখেছেন, 'আমি এই ভ্রমণে যেতে চাই কারণ এটি আমার সারাজীবনের ইচ্ছা ছিল। এটি খুব বিশাল ব্যাপার এবং দারুণ একটা অ্যাডভেঞ্চার হবে আমার জন্য।'
- সূত্র: ইয়াহু নিউজ