মৃত্যুর ৩ হাজার বছর পর জানা গেল কারণ!
প্রায় ৩ হাজার বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির মৃত্যুর রহস্য উদ্ঘাটন করেছেন প্রত্নতাত্ত্বিকরা। তাদের দাবি, হাঙরের আক্রমণে প্রাণ হারিয়েছিলেন ওই পুরুষ।
জাপানের কিয়োতো ইউনিভার্সিটিতে সংরক্ষিত ওই ব্যক্তির কঙ্কাল নিয়ে গবেষণা করে এই সিদ্ধান্তে পৌঁছান অক্সফোর্ডের একদল গবেষক।
এর আগে, জাপানের সেতো ইনল্যান্ড সাগড় থেকে ওই ব্যক্তির কঙালের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।
গবেষক অ্যালিসা হোয়াইট ও অধ্যাপক রিক স্কুলটিং সেই কঙ্কাল নিয়ে গবেষণা করে জানান, 'এই লোকের শরীরে অন্তত ৭৯০টি গভীর ক্ষতের প্রমাণ পেয়েছি আমরা। হাঙরের মারাত্মক আক্রমণে লোকটি মারা গেলে তাকে কমিউনিটি গোরস্তানে দাফন করা হয়েছিল।'
'মূলত তার হাত, পা, বুক ও তলপেট ক্ষত-বিক্ষত করেছিল হাঙর,' বলেন গবেষকরা।
-
সূত্র: স্কাই নিউজ