জাপানে টিস্যু দিয়ে টয়লেটের আসন মুছতে মানা করল নির্মাতা কোম্পানি
উষ্ণ আসন, মিউজিক প্লেয়ার কিংবা স্বয়ংক্রিয় ফ্লাশ—এমন অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ টয়লেটের দেখা মিলবে জাপানে। তবে এমন উচ্চপ্রযুক্তির আসনগুলোর এক অপ্রত্যাশিত শত্রু হয়ে দাঁড়িয়েছে—টয়লেট পেপার!
সম্প্রতি প্রখ্যাত জাপানি টয়লেট নির্মাতা তোতো তাদের টয়লেটের আসন মুছতে কোনো ধরনের টয়লেট পেপার বা টিস্যু ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। তারা বলেছে, টয়লেট পেপার দিয়ে আসন মুছলে অদৃশ্য ক্ষুদ্র স্ক্র্যাচ হতে পারে। এসব স্ক্র্যাচে ময়লা জমতে পারে, যা আসনের দাগ বা রঙ পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। খবর বিবিসির।
মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে আসনের দাগ ও রঙ বদল নিয়ে গ্রাহকদের অসন্তোষের প্রেক্ষিতেই তোতো এই সতর্কতা অবলম্বন করতে বলেছে।
এক প্রতিবেদনে তোতো জানিয়েছে, তাদের বিডেট টয়লেটের আসন প্লাস্টিক রেজিন দিয়ে তৈরি। এই উপাদান জটিল নকশায় তৈরি ও ডিটারজেন্ট-প্রতিরোধী হলেও টয়লেট পেপারের ঘষায় ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিশেষজ্ঞরাও বলছেন, শুকনো টয়লেট পেপার বা কাপড়ের বদলে নরম কাপড়, যা পানি বা ডিটারজেন্টে ভেজানো হয়েছে, তা ব্যবহার করাই উত্তম। কারণ, স্ক্র্যাচগুলো ময়লা জমার জন্য আদর্শ স্থান তৈরি করে, যা আসনের সৌন্দর্য নষ্ট করতে পারে। ধাতব স্ক্রাবার, নাইলন কিংবা ক্ষারযুক্ত উপাদান এড়িয়ে চলারও নির্দেশনা দিয়েছে তারা।
তোতো জানিয়েছে, তারা স্ক্র্যাচ-প্রতিরোধী নতুন উপাদান নিয়ে গবেষণা করছে, তবে আপাতত উপাদানের কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই।
তোতো'র ফ্ল্যাগশিপ বিডেট 'ওয়াশলেট' মডেলের টয়লেটে স্বয়ংক্রিয় ঢাকনা, এয়ার ড্রায়ার এবং পানির প্রবাহ নিয়ন্ত্রণের মতো ফিচার রয়েছে।
জাপানের এই টয়লেটগুলো এখন শুধু প্রয়োজন মেটানোর যন্ত্র নয়, বরং অভিজাত জীবনধারার এক অনন্য উদাহরণ, যা দেশি-বিদেশি অনেকের কাছেই আকর্ষণীয় হয়ে উঠেছে।