যে দেশে গণপরিবহনে কোনো ভাড়া লাগে না
ইউরোপিয়ান দেশ লুক্সেমবার্গে বাস, ট্রেনে চড়লে এখন আর ভাড়া দিতে হয় না। গণপরিবহন থেকে ভাড়া তুলে দেওয়ার এই সিদ্ধান্ত গত শুক্রবার থেকে কার্যকর করেছে দেশটির সরকার।
গণপরিবহনের ভাড়া পুরোপুরি তুলে দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে এটিই প্রথম। রাস্তায় যানজট কমাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়। খবর দ্য ইনডিপেনডেন্টের।
সাম্প্রতিক এক সমীক্ষায় জানা গেছে, লুক্সেমবার্গের মাত্র ৩২ শতাংশ যাত্রী বাসে এবং ১৯ শতাংশ যাত্রী ট্রেনে যাতায়াত করেন। বাকিরা সবাই ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন।
বেশিরভাগ মানুষ ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহার করলে সরকারের পক্ষে যানজট কমানো সহজ হবে বলে দেশটির নীতি-নির্ধারকদের মনে হয়েছে। তাই জনগণকে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতেই সরকারের এমন সিদ্ধান্ত।
অবশ্য ট্রেনের প্রথম শ্রেণি এবং রাতের কিছু বাস সার্ভিসের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। তার মানে সেক্ষেত্রে এখনো আগের মতো ভাড়া দিতে হবে।