রাইস কুকারকে বিয়ে, চারদিন পর বিচ্ছেদ! কিন্তু কেন?
নিজের রাইস কুকারকে বিয়ে করে সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই ফেলে দিয়েছেন খইরুল আনাম নামের এক ইন্দোনেশীয় যুবক। তাও একেবারে বরের পোশাকে সজ্জিত হয়ে, রীতিমতো দলিলপত্রে স্বাক্ষর করে বিয়ে করেছেন তিনি।
গেল সপ্তাহে খইরুল নিজেই বিয়ের একাধিক ছবি ফেসবুকে শেয়ার করেন। ছবিতে দেখা যায়, সাদা রঙ এর রাইস কুকারটিকে খইরুলের পাশে রাখা হয়েছে এবং সেটির গায়েও ঘোমটা পরানো। এমনকি একটি ছবিতে তাকে রাইস কুকারকে চুমু খেতেও দেখা যায়! অন্য একটি ছবিতে দেখা যায়, বিয়ের দলিলে স্বাক্ষর করছেন তিনি।
ফেসবুকে প্রকাশিত ছবির ক্যাপশনে খইরুল লিখেছেন, তিনি রাইস কুকারকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ এটি 'সুন্দর, বাধ্যগত, প্রেমময়ী এবং ভালো রান্না করতে পারে।'
খইরুলের এমন অদ্ভুত কান্ডে বেশ বিনোদন পেয়েছেন নেটিজেনরা। ইতিমধ্যেই তার প্রকাশিত ছবিগুলোতে ১০,০০০ লাইক এবং ১২০০ এর বেশি কমেন্ট পড়েছে।
কিন্তু মজার ব্যাপার হলো, বিয়ে করার সময় নয়; বরং চারদিন পর খইরুল যখন তার রাইস কুকারকে ডিভোর্স দিলেন, তখনই তিনি সবার নজরে আসেন। বিচ্ছেদের কারণ হিসেবে তিনি বলেন, এটি শুধুমাত্র ভাত রান্না করতে পারে। তাই তিনি এটিকে ডিভোর্স দিয়েছেন! নিজের ডিভোর্সের বিষয়টিও ফেসবুকে জানিয়েছেন এই যুবক।
ধারণা করা হচ্ছে, শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে খ্যাতি পাওয়ার জন্যই এই বিয়ে ও বিচ্ছেদের নাটক করেছেন খইরুল আনাম। স্থানীয় নিউজ ওয়েবসাইটগুলো জানায়, খইরুল ইন্দোনেশিয়াতে একজন জনপ্রিয় তারকা, যিনি তার ভক্তদের আমোদিত করার জন্য হুটহাট অদ্ভুত কাজকর্ম করে থাকেন। এবারের 'রাইস কুকার কান্ড' দেখে নিঃসন্দেহে বলা যায়, তার সামাজিক যোগাযোগ মাধ্যমে 'ভাইরাল' হওয়ার উদ্দেশ্য সফল হয়েছে!
- সূত্র: এনডিটিভি