রান্নাবান্নার জন্য প্রাক্তন স্ত্রীকে পারিশ্রমিক দিতে হবে ৬১ লাখ টাকা, নির্দেশ আদালতের!
তিন দশকের দাম্পত্যজীবনে ধোয়া-মোছা ও রান্নাবান্নার জন্য প্রাক্তন স্ত্রীকে পারিশ্রমিক হিসেবে ৬০ হাজার ইউরো বা প্রায় ৬০ লাখ ৯৬ হাজার টাকা পরিশোধ করতে এক পুরুষকে নির্দেশ দিয়েছেন পর্তুগালের সুপ্রিম কোর্ট।
একটা সময় ছিল, যখন গৃহকর্মকে স্ত্রীর দায়িত্ব হিসেবে দেখা হতো। কিন্তু অনেক দেশেই সেসব এখন পুরনো দিনের কথা। দাম্পত্যজীবন ভেঙে গেলে পারিশ্রমিক চেয়ে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মামলা করছেন অনেক নারী। এমনই এক সাম্প্রতিক মামলায় এ রায় দেওয়া হলো।
পর্তুগিজ সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ৩০ বছরের দাম্পত্যজীবন ভেঙে যাওয়ার পর এ বছরের জানুয়ারিতে মামলাটি করেন এক নারী। দীর্ঘ আইনি লড়াই শেষে দেশটির সর্বোচ্চ আদালত এ রায় দেন।
মামলাসূত্রে জানা যায়, দীর্ঘ দাম্পত্যজীবনে সংসারের রান্নাবান্নার দায়িত্ব সামলিয়েছেন অভিযোগকারী নারী। তার ওই পারিশ্রমিক তার পাওনা বলে সাফ জানিয়ে দিয়েছেন আদালত।
এ রায়ের বিরুদ্ধে অবশ্য আপিল করেছেন অভিযুক্ত প্রাক্তন স্বামী।
- সূত্র: অডিটি সেন্ট্রাল