সবচেয়ে বেশি চাঁদ কোন গ্রহে?
পৃথিবীর উপগ্রহ একটাই। সেটি চাঁদ। কিন্তু অন্য গ্রহগুলোর যে একাধিক চাঁদ থাকতে পারে, তা ভাবতেই অবাক লাগে! এখন জানা যাক কোন গ্রহের চাঁদসংখ্যা কত?
সৌরজগতে সবচেয়ে বেশি চাঁদ রয়েছে বৃহস্পতি গ্রহে। এই গ্রহকে ইংরেজিতে বলে জুপিটার। ২০০৯ সালের হিসেব অনুযায়ী, গ্রহটিতে চাঁদের সংখ্যা ৬৩। এই সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা!
এরমধ্যে আটটি নিয়মিত উপগ্রহ; চারটি বৃহদাকার এবং একইসঙ্গে গোলাকার। অন্য চারটি ক্ষুদ্রাকৃতির চাঁদ সবসময় গ্রহটির কাছাকাছিই প্রদক্ষিণ করে। অতিরিক্ত রয়েছে আরও ৫৫টি চাঁদ, যা কি না অনিয়মিত উপগ্রহ বলেই পরিচিত।
দ্বিতীয় সর্বোচ্চ চাঁদযুক্ত গ্রহ শনি। অর্থাৎ স্যাটার্ন। এর চাঁদসংখ্যা ৬১। তৃতীয় সর্বোচ্চ সংখ্যাযুক্ত গ্রহ ইউরোনাস। এর মোট চাঁদ ২৭টি।
বাকি গ্রহগুলোর মধ্যে নেপচুনের তেরটি, মঙ্গলের দুটি এবং পৃথিবীর রয়েছে একটিমাত্র চাঁদ, তা আমরা সবাই জানি।
গ্রহগুলোর মধ্যে শুধু বুধ ও শুক্রের কোনো চাঁদ নেই।
অন্যদিকে, সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীদের আন্তর্জাতিক সম্মেলনে ১৯৩০ সালে আবিষ্কৃত প্লুটো তার গ্রহের মর্যাদা হারিয়েছে। তাতে কি! গ্রহ না হলেও প্লুটোর চাঁদসংখ্যা কিন্তু তিনটি!
- সূত্র: ইউনিভার্স টুডে