হঠাৎ খেপে উঠল আহত বাঘিনী...
দ্রুতগতির একটি যান চিতাটিকে আহত করে ফেলে গেল। খানিক পর স্থানীয়রা পড়ে থাকা প্রায় নির্জীব বাঘটিকে ঘিরে ছবি তুলছিল। হঠাৎ লাফিয়ে উঠে আহত নারী চিতাটি অতিআগ্রহী শখের ফটোগ্রাফারদের একজনকে আক্রমণ করে বসল।
পুরো ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেটি ঘটেছে গত সোমবার। পশ্চিমবঙ্গের আলীপুরদুয়ার জেলার ফালাকাটা এলাকায়।
সোমবার সকাল দশটার দিকে দালগাঁও টি এস্টেটের কাছে চিতাটি আহত হয়। কাছের দালগাঁও বন থেকে বেরিয়ে এশিয়ান হাইওয়ে পার হচ্ছিল সে। এমন সময় যন্ত্রদানবের আচমকা আঘাত।
কিন্তু এমন অবস্থায়ও তাকে নিয়ে জনতার আগ্রহের শেষ নেই। কজন এগিয়ে এসে মোবাইলে ধারণ করছেন আহত বাঘিনীর ছবি। তারা ভুলে গিয়েছিলেন বোধহয় যে, আহত বাঘিনী হচ্ছে সবচেয়ে হিংস্র।
তার খানিকটা প্রমাণ দেখিয়ে চিতাটি উঠে আক্রমণ করে বসল সামনের জনকে। তিনিই দু’বাহু বাড়িয়ে ছবি কিংবা ভিডিও ধারণ করছিলেন মোবাইলে। ক্ষিপ্ত বাঘিনী অবশ্য বেশিক্ষণ পারেনি। তার উঠে পড়ায় যদিও লোকজন সব ছুটে পালাচ্ছিল, সে শখের ফটোগ্রাফারকে সামান্য আক্রমণ করেই আবার ঢলে পড়ল মাটিতে।
বিট অফিসার প্রীতম রায় জানিয়েছেন, জলদাপাড়া ন্যাশনাল পার্ক অথরিটি চিতাটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করছে। সুস্থ হলে ওকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
ডান পায়ে ও মাথায় বড়সড় আঘাত পেয়েছে চিতাটি। আর যাকে সে আক্রমণ করে বসেছিল-- চিতাটির গায়ে তখন তেমন শক্তি ছিল না বলে তিনি আহত হয়েছেন সামান্যই।