হাঙরের পিঠে চড়ে সমুদ্র ভ্রমণ করলেন লোকটা!
অতিকায় এক হাঙর। সমুদ্র দানব বলে কুখ্যাতি আছে যে প্রাণীর, তার পিঠেই কি না চড়ে বসলেন এক লোক! ভাবা যায়?
সম্প্রতি এমনই এক রোমহর্ষক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। তাতে দেখা যায়, সমুদ্রে ভেসে বেড়াচ্ছে তিমি হাঙর বা হোয়েল শার্ক। সমুদ্রে ভাসমান একটি নৌকো থেকে ওই বিশালাকারের হাঙরটির পিঠ লক্ষ্য করে ঝাঁপ দেন এই ডানপিটে লোক। হাঙরটির পিঠে পড়েই জাপটে ধরেন সেটির ডানা।
আর ওভাবেই হাঙরের পিঠে চড়ে সমুদ্রে ঘুরে বেড়াতে দেখা যায় দুঃসাহসী ওই লোককে। অন্যদিকে তার সঙ্গী-সাথীরা নৌকায় দাঁড়িয়ে, বেশ রোমাঞ্চিত হয়ে পুরো ঘটনার ভিডিও করেছেন।
জানা গেছে, সৌদি আরবের বন্দর শহর ইয়ানবুর কাছের সমুদ্রে ঘটেছে ওই ঘটনা।
ফুটেজে প্রথমে দেখা যায়, জাকি আল-সাবাহ নামের ওই ব্যক্তি একটি নৌকোয় বসে হোয়েল শার্কগুলোকে সমুদ্রে সাঁতার কাটতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই তিনি নৌকা থেকে হাঙরটির পিঠ লক্ষ্য করে ঝাঁপ দেন। ঘটনায় রীতিমতো চমকেও যায় ওই বিরাট হাঙর। আর জাকিকে দেখা যায় হাঙরটির ডানা জাপটে ধরে লোহিত সাগরে ভেসে বেড়াতে।
'সাবধান, এটা তোমাকে খেয়ে খেলতে পারে,' ওই ভিডিওতে জাকির এক বন্ধুকে চিৎকার করতে শোনা যায়। তাতেও দমেননি তিনি। বরং দ্বিগুণ উৎসাহে হাঙরটির পিঠের সঙ্গে লেপটে থাকেন।
দুঃসাহসিক ওই ভ্রমণের ভিডিও আপলোড করা হয় টুইটারে। সেটি দেখে মানুষজন রীতিমতো হতভম্ব হয়ে যান।
কেউ কেউ ওই ব্যক্তির সাহসের প্রশংসা করলেও অনেকেই তীব্র সমালোচনাও করেছেন।
- সূত্র: এনডিটিভি