মস্কোয় দাবা টুর্নামেন্টে সাত বছরের শিশুর আঙুল ভেঙে দিল চেস রোবট
অবসর কাটানোর উপায় হিসেবে দাবা খেলা কখনোই বিপজ্জনক কোনো খেলা হিসেবে বিবেচিত ছিল না। বরং বুদ্ধির জোরে এবং মাথা খাটিয়ে খেলতে হয় বলে দাবার বিশেষ আবেদন রয়েছে। কিন্তু গত সপ্তাহে মস্কোতে আয়োজিত একটি প্রতিযোগিতা যেন সেই ধারণা ভুল প্রমাণ করলো। প্রতিযোগিতায় ব্যবহৃত একটি রোবট ৭ বছর বয়সী এক শিশুর হাতের আঙুল ভেঙে দিয়েছে বলে খবর একাধিক রাশিয়ান গণমাধ্যমের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রোবটটি শিশুটির হাতের একটি আঙুল চেপে ধরেছে।
জানা গেছে, রোবটের চাল দেওয়া শেষ না হতেই শিশুটি নিজের চাল দেওয়ার জন্য হাত বাড়ায়। ফলে রোবটের মধ্যে থাকা কৃত্রিম অভিঘাতী ক্ষমতা সক্রিয় হয়ে ওঠে এবং কয়েক সেকেন্ডের জন্য তার আঙ্গুল মুচড়ে দেয়। ততক্ষণে প্রাপ্তবয়স্ক কয়েকজন এসে রোবটের মুষ্ঠি থেকে শিশুটির হাত ছাড়িয়ে আনেন।
এ ধরনের দুর্ঘটনা খুবই বিরল উল্লেখ করে ফেডারেশন অব রাশিয়ান চেস- এর ভাইস প্রেসিডেন্ট বলেন, "খেলায় নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যা ঐ শিশুটি ভঙ্গ করেছে। সে যখন চাল দিতে গিয়েছিল, তখন বুঝতে পারেনি যে তাকে আগে অপেক্ষা করতে হবে।"
তিনি আরো বলেন, দাবা খেলায় ব্যবহৃত এই রোবটগুলো সম্পূর্ণ নিরাপদ; শিশুদেরকে বরং আরও ভালোভাবে সতর্ক করতে হবে।
এ বিষয়ে মস্কো দাবা ফেডারেশনের প্রেসিডেন্ট সের্গেই লাজারেভ সংবাদ সংস্থা তাস'কে বলেন, "ব্যাপারটা অবশ্যই খুব খারাপ হয়েছে।"
সের্গেই লাজারেভ জানান, রোবট দিয়ে আগেও বহুবার বহু ম্যাচ খেলা হয়েছে এবং কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে শিশুটি টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত খেলতে পেরেছিল বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস।