২০৮৫ সালের আগে খোলা যাবে না রানি এলিজাবেথের যে চিঠি
অস্ট্রেলিয়ার সিডনিতে এক ভোল্টের ভেতর সযত্নে তালাবদ্ধ রয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের লেখা একটি চিঠি। কিন্তু মজার বিষয় হচ্ছে আগামী ৬৩ বছরেও এই চিঠি খোলা যাবে না।
অস্ট্রেলিয়ান গণমাধ্যম সেভেন নিউজ অস্ট্রেলিয়ার মতে, ১৯৮৬ সালের নভেম্বরে রানি সিডনির জনসাধারণের উদ্দেশ্যে এই চিঠি লেখেন।
তবে এই চিঠির ভেতর রানি কী লিখেছিলেন তা কেউ-ই জানে না। এমনকি রানির ব্যক্তিগত কর্মচারীরাও চিঠির বিষয়বস্তু সম্পর্কে অবগত নন। খুবই সুরক্ষিতভাবে একটি কাঁচের কেসের ভেতর লুকোনো রয়েছে এই চিঠি। বর্তমানে সিডনির ঐতিহাসিক একটি ভবনের বিশেষ লকারে তা সংরক্ষিত রয়েছে।
তবে ২০৮৫ সালের আগ অবধি এই চিঠি খোলা যাবে না।
সিডনির 'লর্ড মেয়র'কে সম্বোধন করে লেখা চিঠিতে লেখা, '২০৮৫ সালে তোমার নির্বাচিত কোনো এক শুভ দিনে খামটি খুলে সিডনির নাগরিকদের এই বার্তাটি দয়া করে পৌঁছে দিও।'
শেষে খুব সাধারণভাবে 'এলিজাবেথ আর.' লেখা একটি স্বাক্ষর।
রাষ্ট্রপ্রধান হিসেবে রানি দ্বিতীয় এলিজাবেথ ১৬ বার অস্ট্রেলিয়ায় ভ্রমণ করেন।
শুক্রবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক বিবৃতিতে বলেন, অস্ট্রেলিয়ায় তাঁর ভ্রমণের ইতিহাস থেকে এটা স্পষ্ট যে রানির হৃদয়ে অস্ট্রেলিয়ার জন্য একটি বিশেষ জায়গা ছিল।
১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানের পদ থেকে রানিকে অপসারণ করা নিয়ে একটি গণভোট অনুষ্ঠিত হলেও তা ব্যর্থ হয় বলে জানায় সিএনএন।
শুক্রবার সিডনির আইকনিক অপেরা হাউজে রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলো প্রজ্জ্বলন করা হয়।
প্রতিবেশি কমন ওয়েলথ দেশ নিউজিল্যান্ড রোববার আনুষ্ঠানিকভাবে রাজা তৃতীয় চার্লসকে রাষ্ট্র প্রধান হিসেবে সংবর্ধনা দেয়। একই দিন অস্ট্রেলিয়াও রাজাকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা দেয়।
- সূত্র: এনডিটিভি