রানির কফিন বহনকারী বিমান ভাঙল বিশ্বে সবচেয়ে বেশিবার ট্র্যাক করা ফ্লাইটের রেকর্ড
বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার ট্র্যাক করা ফ্লাইটের রেকর্ড ভেঙেছে রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন বহনকারী বিমান।
এভিয়েশন ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ অনুসারে, ১৩ সেপ্টেম্বর রানির মরদেহ এডিনবার্গ থেকে লন্ডনে নিয়ে যাওয়া ফ্লাইটটি অনলাইনে অনুসরণ করছিল প্রায় ৫০ লাখ মানুষ।
ফ্লাইটরাডার২৪-এর ওয়েবসাইট ও অ্যাপে ৪৭ লাখ ৯ হাজার মানুষ ফ্লাইটটি অনুসরণ করে। অন্যদিকে, ইউটিউবে আরও অতিরিক্ত দুই লাখ ৯৬ হাজার মানুষ ওই ফ্লাইট ট্র্যাকিং করেছে।
এর আগে গত মাসে মার্কিস হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির বিতর্কিত তাইওয়ান সফরের ট্র্যাক রেকর্ড ভেঙেছে এই ফ্লাইট। ন্যান্সির সেই সফরের যাত্রা প্রায় ২৯ লাখ মানুষ অনুসরণ করেছিল।
রানিকে বহনকারী রয়্যাল এয়ার ফোর্সের বিমানটি এক ঘণ্টা ১২ মিনিট ফ্লাইটে ছিল। গ্রেটার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে প্রায় ছয় মাইল দূরে একটি সামরিক বিমানবন্দরে তা অবতরণ করে।
সেখান থেকে রানির কফিন বাকিংহাম প্যালেসে নেওয়া হয়। বুধবার ১৪ সেপ্টেম্বর কফিনটি ওয়েস্টমিনস্টার হলে পার্লামেন্টে নিয়ে যাওয়া হয়। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সোমবার ১৯ সেপ্টেম্বর শেষকৃত্য হওয়া পর্যন্ত রানির কফিন সেখানেই থাকবে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন শেষকৃত্যে উপস্থিত থাকবেন।
- সূত্র: সিএনএন