৭৫ বছর ধরে উল্টোভাবে প্রদর্শিত হচ্ছে পিট মনদ্রিয়ার শিল্পকর্ম!
ডাচ চিত্রশিল্পী পিট মনদ্রিয়ার একটি শিল্পকর্ম ৭৫ বছর ধরে উল্টোভাবে প্রদর্শিত হয়ে আসছে বলে জানিয়েছেন এক শিল্প ইতিহাসবিদ। তবে এত বছর পর 'ভুল ধরা পড়া'র পরেও শিল্পকর্মটি উল্টোভাবেই রাখা হবে বলে জানানো হয়েছে। কারণ 'নিউইয়র্ক সিটি ওয়ান' নামের ওই শিল্পকর্মটি সোজাভাবে রাখা হলে এটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, খবর বিবিসির।
পিট মনদ্রিয়া ১৯৪১ সালে এই শিল্পকর্মটি তৈরি করেন এবং এটি ১৯৪৫ সালে নিউইয়র্কের মোমা'য় প্রথম প্রদর্শিত হয়। এরপর ১৯৮০ সাল থেকে এটি জার্মানির ডুসেলডর্ফের নর্থ রাইন-ওয়েস্টফেলিয়ার একটি জাদুঘরে প্রদর্শিত রয়েছে। শুরু থেকেই এটি প্রদর্শিত হচ্ছে উল্টোভাবে!
জাদুঘরের কিউরেটর সুজা্না মায়ার-বুসের এবছরের শুরুর দিকে জাদুঘরে পিট মনদ্রিয়ার নতুন প্রদর্শনী নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সময় শিল্পকর্মটি উল্টো ঝুলিয়ে ভুলটি ধরতে পারেন। কিন্তু তিনি এও সতর্ক করেছেন যে সোজাভাবে রাখলে এটি নষ্ট হয়ে যেতে পারে।
'নিউইয়র্ক সিটি ওয়ান' পিট মনদ্রিয়ার আকা 'নিউইয়র্ক সিটি' নামক চিত্রকর্মের একটি 'অ্যাডহেসিভ টেপ' সংস্করণ। লাল, নীল, হলুদ টেপ জোড়া দিয়ে দিয়ে শিল্পী এটি তৈরি করেছেন।
কেন উল্টো রাখতে হবে?
জাদুঘরের কিউরেটর সুজানা মায়ার-বুসের বলেন, "আমি ভুলটা ধরার পর অন্য কিউরেটরদের দেখাই। আমরা বুঝতে পারি যে এভাবে ঝোলানোই সঠিক ছিল।"
তবে প্যারিসের সেন্টার পম্পিদ্যুতে থাকা একই নামের চিত্রকর্মটিতে ঘন লাইনের দিকটি উপরের দিকেই রয়েছে।
১৯৪৪ সালের জুনে আমেরিকান লাইফস্টাইল ম্যাগাজিন 'টাউন অ্যান্ড কান্ট্রি'তে মনদ্রিয়ার এই চিত্রকর্মের ছবি প্রকাশিত হয়েছিল।
পিট মনদ্রিয়া ১৮৭২ সালে নেদারল্যান্ডসের ইউট্রেক্ট অঞ্চলে জন্মগ্রহণ করেন। তাকে বিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসেবে ধরা হয়। এছাড়াও, তিনি আধুনিক বিমূর্ত ধারা, মিনিমালিজম ও এক্সপ্রেশনালিজমের একজন অন্যতম পথিকৃত হিসেবে বিবেচিত। শুধুমাত্র শিল্পের জগতেই নয়; নকশা, স্থাপত্য ও ফ্যাশন খাতেও তার শিল্পকর্মের প্রভাব উল্লেখযোগ্য।