ভালোবাসা দিবসে প্রাক্তনের নামে তেলাপোকার নাম রাখার সুযোগ দিচ্ছে এই চিড়িয়াখানা!
প্রাক্তনের প্রতি ক্ষোভ থেকে মানুষ কতকিছুই না করে; বিচ্ছেদের পর প্রাক্তনের সাথে কথা বলা বন্ধ করা থেকে শুরু করে কলম্বিয়ান গায়িকা শাকিরার মতো গানও লিখে ফেলেন অনেকে! কিন্তু এবারের ভালোবাসা দিবসে যুক্তরাষ্ট্রের স্যান অ্যান্টোনিও চিড়িয়াখানা দিচ্ছে এক বিশেষ সুযোগ—মাত্র ১০ ডলারের বিনিময়ে নিজের প্রাক্তনের নামে একটি তেলাপোকার নাম রাখা যাবে সেখানে! শুধু তাই নয়, পরবর্তীতে সেই তেলাপোকা খাওয়ানো যাবে অন্য একটি প্রাণীকেও...অর্থাৎ এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে যে আপনি আর তার প্রতি আগ্রহী নন! খবর সিএনএন-এর।
স্যান অ্যান্টোনিও চিড়িয়াখানার ওয়েবসাইটে বলা হয়েছে- টেক্সাসসহ সারা বিশ্বের বন্যপ্রাণীদের জন্য নিরাপদ ভবিষ্যত নিশ্চিতের লক্ষ্যে 'সাপোর্ট দ্য জু' প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়ে এই উদ্যোগ নিয়েছে 'ক্রাই মি আ ককরোচ' নামক তহবিল সংগ্রহকারী (ফান্ডরেইজার)।
যারা তেলাপোকাতে আগ্রহী নন, তারা মাত্র ৫ ডলারের বিনিময়ে কোনো সবজি এবং ২৫ ডলারের বিনিময়ে একটি ইঁদুরের নাম রাখতে পারবেন প্রাক্তনের নামে।
অভিনব এই উদ্যোগে যারাই অংশগ্রহণ করবেন, তাদের সবাইকে একটি করে ডিজিটাল ভ্যালেন্টাইন ডে কার্ড দেওয়া হবে, যেখানে উল্লেখ থাকবে চিড়িয়াখানায় তাদের এই অর্থসাহায্যের কথা। আরও মজার ব্যাপার হলো, অংশগ্রহণকারী চাইলে তার প্রাক্তনকে একটি ডিজিটাল ভ্যালেন্টাইন ডে কার্ডও পাঠাতে পারবেন একথা জানিয়ে যে তার নামে একটি তেলাপোকা বা ইঁদুর বা সবজির নাম রেখেছেন এবং সেটি আরেকটি প্রাণীকে খাইয়ে দেওয়া হয়েছে!
আর যাদের প্রাক্তন অত্যন্ত জেদী ধরনের মানুষ, তাদের জন্য রয়েছে আরও বিকল্প ব্যবস্থা। তারা ১৫০ ডলারের বিনিময়ে ওই তেলাপোকা, ইঁদুর বা সবজি কোনো প্রাণীকে খাওয়ানোর ভিডিও তাদের প্রাক্তনদের পাঠাতে পারবেন।
স্যান অ্যান্টোনিও চিড়িয়াখানার জনসংযোগ শাখার পরিচালক সাইল পেরেজ জানিয়েছেন, তাদের এই বার্ষিক ইভেন্টটি ইতোমধ্যেই হিট হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য ও বাইরের ৩০টি দেশ থেকে আট হাজারের বেশি মানুষের অর্থসাহায্য পেয়েছেন তারা। তিনি বলেন, "এই মুহূর্তে আমরা গতবছরের রেকর্ড ভাঙার অপেক্ষায় আছি। এখন পর্যন্ত 'জাক', 'রে' এবং 'অ্যাডাম' নামে সবচেয়ে বেশি আবেদনপত্র এসেছে।"
এ উদ্যোগে অংশ নিতে চাইলে ভ্যালেন্টাইন ডে'র আগেই নিজের প্রাক্তনের নাম অনলাইনে চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে।
- সূত্র: সিএনএন