পোষা টিয়ার ভয়ে পড়ে গিয়ে চিকিৎসক আহত, ৯০ হাজার ডলার জরিমানা ও কারাদণ্ড মালিকের
নিজের পোষা টিয়াপাখি একজন চিকিৎসককে আহত করার দায়ে তাইওয়ানের এক ব্যক্তি দুই মাসের কারাদাণ্ড ও ৯১,৩৫০ ডলার জরিমানার শিকার হয়েছেন। খবর বিবিসি'র।
পাখিটির কারণে পড়ে গিয়ে লিন নামক ওই চিকিৎসকের ঊরুসন্ধি স্থানচ্যুত হয়ে যায়। এছাড়া তার শরীরের পেলভিস অঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়।
ওই পাখি তার পিঠে চড়ে বসে বারবার ডানা ঝাপটিয়ে তাকে ভয় পাইয়ে দেয়।
আদালত জানতে পারেন, ওই মালিক তার টিয়া ও আরেকটি ম্যাকাও পাখিকে ওড়াতে বের হয়েছিলেন। ওই স্থানের পাশেই ড. লিন জগিং করছিলেন।
ড. লিন পাখির মালিকের বিরুদ্ধে মামলা করেন। হুয়াং নামের ওই ব্যক্তি থেকে তিনি ক্ষতিপূরণের দাবি করেন।
লিন জানান, আঘাতের কারণে তাকে এক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছিল এবং তিনি ছয় মাসের বেশি সময় কাজ করতে পারেননি।
তার আইনজীবীরা জানিয়েছেন, তিনি একজন প্লাস্টিক সার্জন এবং অস্ত্রোপচার করার জন্য তাকে দীর্ঘসময় ধরে দাঁড়িয়ে থাকতে হয়।
এর ফলে লিন ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেছেন তারা আইনজীবীরা।
আদালত তার সিদ্ধান্তে জানান, হুয়াংয়ের অবহেলার কারণে পড়ে গিয়ে আহত হয়েছেন ড. লিন। তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, 'অনিচ্ছাকৃত আঘাত করার অভিযোগে' তাকে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
হুয়াং জানিয়েছেন, তিনি আদালতের সিদ্ধান্তকে শ্রদ্ধা করেন, কিন্তু তিনি আপিল করবেন। তার পাখিটির কী হয়েছে তা নিয়ে কিছু জানা যায়নি।