পোষা টিয়ার ভয়ে পড়ে গিয়ে চিকিৎসক আহত, ৯০ হাজার ডলার জরিমানা ও কারাদণ্ড মালিকের

পাখিটির কারণে পড়ে গিয়ে লিন নামক ওই চিকিৎসকের ঊরুসন্ধি স্থানচ্যুত হয়ে যায়। এছাড়া তার শরীরের পেলভিস অঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়। ওই পাখি তার পিঠে চড়ে বসে বারবার ডানা ঝাপটিয়ে তাকে ভয় পাইয়ে দেয়।