‘বিশ্বের দীর্ঘতম’ বাস যাত্রায় ইউরোপ পার হতে লাগবে ৫৬ দিন
'বিশ্বের দীর্ঘতম বাস ভ্রমণ' চালু করতে যাচ্ছে ভারতীয় অভিযান কোম্পানি অ্যাডভেঞ্চার্স ওভারল্যান্ড। খবর সিএনএন-এর।
আগামী আগস্ট মাসে ৫৬ দিনের এ ভ্রমণ শুরু হওয়ার কথা রয়েছে। সর্বোচ্চ ৩০ জন যাত্রী এ ভ্রমণে অংশ নিতে পারবেন। বিশ্বের ২২টি দেশ ঘুরবে বাসটি। তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুল থেকে বলকান, পূর্ব ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়া ও পশ্চিম ইউরোপ হয়ে এ যাত্রা শেষ হবে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে।
গাল্ফ অব ফিনল্যান্ডে ফেরি পারাপার, ইউরোপের সবচেয়ে উত্তরের অঞ্চল নর্থ কেপে এক পাক এবং নরওয়েজিয়ান ফিয়র্ডকে পাশে রেখে যাত্রা — ১২ হাজার কিলোমিটার এ দীর্ঘ ভ্রমণের দর্শনীয় বিষয়গুলোর তালিকায় রয়েছে এ স্থানগুলো।
এ যাত্রায় সামিল হতে একজন ভ্রমণপিয়াসুকে ২৪,৩০০ মার্কিন ডলার খরচ করতে হবে। সকালের নাস্তা এবং ৩০টি দুপুর ও রাতের খাবারের পাশাপাশি থাকছে হোটেলে থাকার সুবিধাও। তবে হোটেলে এক কক্ষে দুইজন থাকতে হবে।
তবে বাসে চড়ে টানা দুই মাস ভ্রমণ অনেকের কাছে আকর্ষণীয় কিছু বলে মনে না হলেও বর্তমান ভ্রমণের বাহনটিকে 'আরামদায়ক দীর্ঘযাত্রার উপযুক্ত নকশায় তৈরি বিশেষ বিলাসবহুল বাস' হিসেবে বর্ণনা করা হয়েছে।
বাসটির আসনগুলোকে নিজেদের সুবিধামতো ওঠানামা করে নিতে পারবেন যাত্রীরা, থাকবে 'প্রচুর লেগরুম'ও। এছাড়া যাত্রীদের জন্য বাসটিতে অক্সিলিয়ারি ও ইউএসবি পোর্ট, ভাঁজযোগ্য ট্রে ও বোতল-কাপ হোল্ডার ইত্যাদি সুবিধাও থাকছে। প্রতি যাত্রী তাদের সঙ্গে দুটি করে 'ফুল-সাইজ স্যুটকেস' বহন করতে পারবেন।
১৯৫০ ও ৬০-এর দশকে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করা হিপি ট্রেইল বাসগুলো থেকে কিছুটা অনুপ্রেরণা নেওয়া হয়েছে অ্যাডভেঞ্চার্স ওভারল্যান্ডের রোড টু লন্ডন শীর্ষক এ অভিযানে।
২০১২ সালে অ্যাডভেঞ্চার্স ওভারল্যান্ড প্রতিষ্ঠা করেন উদ্যোক্তা তুষার আগরওয়াল ও সঞ্জয় মাদান। এর আগে তারা অনেকগুলো ভারত-লন্ডন ভ্রমণের আয়োজন করেছিলেন। ওসব ভ্রমণে যাত্রীরা নিজেদের গাড়ি নিয়ে আসতেন এবং সবাই কনভয় আকারে ভ্রমণ করতেন।
'একটি নিরাপদ পরিবেশে যাত্রীদেরকে আরামদায়ক ও অভিজাত মানের অভিজ্ঞতা দেওয়াই আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। আমরা কাগজপত্র, ভিসা, অনুমতি ইত্যাদি দিকগুলো সামলাই যাতে যাত্রীদের পুরো মনোযোগ ভ্রমণ উপভোগের দিকে থাকে,' এক বিবৃতিতে বলেছেন আগরওয়াল।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে দীর্ঘ বাস রুটটি ৬,২০০ কিলোমিটার। এটি পেরুর লিমা ও ব্রাজিলের রিও ডি জেনিরোকে যুক্ত করেছে।
আগামী ৭ আগস্ট ইস্তাম্বুল থেকে ছেড়ে ১ অক্টোবর লন্ডন পৌঁছানোর কথা রয়েছে বাস টু লন্ডন যাত্রার।