ভেড়ার পাল নিয়ে লন্ডন ব্রিজ পাড়ি দিলেন হলিউড তারকা ডেমিয়ান লুইস!
লন্ডনের টেমস নদীর ওপর সাউথওয়ার্ক ব্রিজে ভেড়ার পাল চড়িয়ে মধ্যযুগীয় এক ঐতিহ্য উদযাপন করেছেন হলিউড তারকা ডেমিয়ান লুইস। খবর বিবিসি'র।
মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে মধ্যযুগীয় একটি প্রথাকে সম্মান জানানো হয়—যেসময় টেমসের ওপর দিয়ে কোনো টোল বা শুল্ক ছাড়াই বাজারে পণ্য আনা যেত।
লন্ডন সিটির 'ফ্রিম্যান' উপাধি পাওয়া ব্যক্তি টোল ছাড়াই ব্রিজের ওপর দিয়ে ভেড়া নিয়ে যেতে পারেন। ২০১৩ সাল থেকে প্রতি বছর এই উৎসবটি উদযাপন করা হচ্ছে। রোববারে (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ উৎসবে লুইসের সাথে যোগ দেন আরও এক হাজার 'ফ্রিম্যান'।
গোল্ডেন গ্লোব ও এমি পুরস্কারজয়ী এই ব্রিটিশ অভিনেতা তার দাদার পুরোনো একটি উলের কোট পরে এবং হাতে একটি লাঠি নিয়ে সাউথওয়ার্ক ব্রিজের ওপর দিয়ে ভেড়াগুলো তাড়িয়ে নিয়ে যান।
৫৩ বছর বয়সী লুইস জানান, 'ওয়ারশিপফুল কোম্পানি অফ উলম্যান' তাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। এটি লন্ডনের অন্যতম পুরোনো কোম্পানি, যার শুরু ১১৮০ সালে।
তিনি বলেন, "এটি দারুণ ছিল। আমি আজকে মেষপালক লুইস ছিলাম। আজকের দিনে পুরোনো এক ঐতিহ্য পালন করতে এসে খুব ভালো লাগছে। ফ্রিম্যানরা একসময় টোল ছাড়াই লন্ডন ব্রিজ পার হয়ে তাদের ভেড়া শহরে নিয়ে গিয়ে বিক্রি করতেন, আজ সেই ঐতিহ্যকেই সম্মান জানানো হচ্ছে"।
ওয়ারশিপফুল কোম্পানি অফ উলম্যানের মাস্টার উলম্যান মানি কোহেন জানিয়েছেন, ডেমিয়ান লুইসের প্রপিতামহ, দাদাসহ তার ভাইও লন্ডনের লর্ড মেয়র ছিলেন। এই পদগুলো প্রতি বছর নির্বাচিত হয় এবং সিটি অফ লন্ডন কর্পোরেশনের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করে।
লুইস গিল্ডহল স্কুল অব মিউজিক অ্যান্ড ড্রামায় পড়াশোনা করেছেন এবং "লন্ডন সিটির সাথে তার একটি খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে," যোগ করেন কোহেন।
এই ভেড়া তাড়ানোর অনুষ্ঠানটি উলম্যান চ্যারিটি এবং লর্ড মেয়র অ্যাপিলের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়, যা লন্ডনের সামাজিক সমস্যাগুলোর সমাধানে সহায়তা করে।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন