অবশেষে ৬ মিলিয়ন ডলারের সোনার টয়লেট চোরকে পাওয়া গেল!
১৮ ক্যারেট সোনা দিয়ে বানানো একটি টয়লেট চুরির অভিযোগ স্বীকার করেছেন এক ব্যক্তি। ৬ মিলিয়ন ডলার মূল্যের টয়লেটটি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিলের বাড়ি ব্লেনহেম প্রাসাদ থেকে চুরি করা হয়েছিল।
৩৯ বছর বয়সী জেমস শিনকে মঙ্গলবার (২ এপ্রিল) অক্সফোর্ড ক্রাউন কোর্ট চুরি, অপরাধমূলকভাবে সম্পত্তি হস্তান্তর এবং একই কাজ করার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করেছেন। যুক্তরাজ্যের পিএ মিডিয়া নিউজ এজেন্সি ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
টয়লেটটি ২০১৯ সালে ব্লেনহেম প্রাসাদে ইতালির শিল্পী মাউরিজিও ক্যাতেলানের 'ভিক্টরি ইজ নট এন অপশন' প্রদর্শনীর অংশ হিসেবে রাখা হয়েছিল।
'আমেরিকা' শিরোনামের এই বিশেষ শিল্পকর্মটি ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে প্রদর্শনী শুরু হওয়ার পরপরই চুরি হয়ে যায়। পুলিশের তৎকালীন রিপোর্ট অনুযায়ী, এটি প্রাসাদের সুয়ারেজ লাইনের সাথে যুক্ত থাকায় চুরির সময় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির পাশাপাশি পানিতে প্রাসাদের নির্দিষ্ট অংশ ভেসে গিয়েছিল।
ফাইভ ওয়েলস কারাগার থেকে একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে শিন আদালতে উপস্থিত হয়েছিলেন। তিনি একাধিক চুরির অভিযোগে ইতোমধ্যেই ১৭ বছরের সাজা ভোগ করছেন। তার অপরাধের মধ্যে রয়েছে নিউমার্কেটের ন্যাশনাল হর্স রেসিং জাদুঘর থেকে ট্রাক্টর এবং মূল্যবান ট্রফি চুরি করা, যার মোট মূল্য ৪ লাখ পাউন্ড (৫ লাখ ৩ হাজার ডলার)।
"আমেরিকা" নামের শিল্পকর্মটি ২০১৬ সালে নিউ ইয়র্ক শহরের গুগেনহাইমে প্রথম প্রদর্শনী করা হয়। ২০১৭ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে হোয়াইট হাউস থেকে ভ্যান গগের একটি চিত্রকর্ম 'ল্যান্ডস্কেপ উইথ স্নো' নেওয়ার অনুরোধ জানানো হলে গুগেনহাইমের কিউরেটর চিত্রকর্মের পরিবর্তে সোনার টয়লেটটি নেওয়ার প্রস্তাব দিয়েছিল।
ব্লেনহেম প্রাসাদে চার্চিল যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন তার পাশের একটি ঘরে টয়লেটটি স্থাপন করা হয়েছিল।
শিল্পকর্মটির বিষয়ে মন্তব্য করতে গিয়ে ক্যাতেলান নিউ ইয়র্কার ম্যাগাজিনকে বলেছিলেন, "আপনি যাই খান না কেন, হোক সেটা দুইশ ডলারের লাঞ্চ বা দুই ডলারের হট ডগ, টয়লেটে সেটার ফলাফল একই হবে।" তিনি এটিকে '৯৯ শতাংশ লোকের দৃষ্টিকোণে শুধু ১ শতাংশ শিল্পকর্ম' হিসেবে বর্ণনা করেছেন।
নভেম্বরে টয়লেট চুরির অভিযোগে আরও তিনজনকে অভিযুক্ত করা হয়েছিল কিন্তু তারা দোষ স্বীকার করেননি।
অক্সফোর্ডের বাসিন্দা ৩৮ বছর বয়সী মাইকেল জোনস থেকে চুরির দায়ে অভিযুক্ত হয়েছেন। বার্কশায়ারের ফ্রেডরিক সাইনস ওরফে ফ্রেডরিক ডো এবং পশ্চিম লন্ডনের ৪০ বছর বয়সী বোরা গুকাককে অপরাধমূলকভাবে সম্পত্তি হস্তান্তরের ষড়যন্ত্রের দায়ে অভিযুক্ত করা হয়েছে।
আগামী বছরের ফেব্রুয়ারিতে তাদের বিচারের মুখোমুখি করার কথা।