ওমিক্রনের ১৪টি উপসর্গ, কোনটি সবচেয়ে বেশি দেখা যায়, কোনটি কম?
অনেকের কাশি হলে থামতে চাইছে না; কারো আবার দুদিন জ্বর থাকার পর আর কোনো উপসর্গই নেই। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের চেয়ে ওমিক্রনের সংক্রমণ একেবারেই আলাদা ধাঁচের বলে বার বার সতর্ক করছেন চিকিৎসকরা।
করোনার এই আবহে বেশ ধোঁয়াশার মধ্যেই আছে রোগীরা। কখন যে সাবধান হবেন বা কি পদক্ষেপ নিবেন ঠিক বুঝে উঠতে পারছেন না অনেকেই। সামান্য সর্দি কি আদৌ করোনার লক্ষণ, নাকি জ্বর আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এমন নানা প্রশ্ন ঘিরে ধরছে তাদের।
তবে ওমিক্রনের উপসর্গ এবং সেগুলোর মাত্রা নিয়ে সমীক্ষা চালিয়েছে ব্রিটেনের একদল গবেষক। ওমিক্রন আক্রান্তরা সবচেয়ে বেশি কোন ধরনের সমস্যায় ভুগছেন তা বের করেছেন তারা এবং দ্য বিজনেস ইনসাইডারেও প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত একটি চার্ট। চলুন জেনে নেওয়া যাক ওমিক্রনের ১৪টি লক্ষণ সম্পর্কে।
১) নাক দিয়ে পানি পড়ার প্রবণতা দেখা যাচ্ছে ৭৩ শতাংশের
২) মাথাব্যথা থাকছে ৬৮ শতাংশ ক্ষেত্রে
৩) ক্লান্তিতে অবসন্ন অনুভব করছেন ৬৪ শতাংশ রোগী
৪) ৬০ শতাংশ রোগীর হাঁচি হচ্ছে
৫) গলা ব্যথাও হচ্ছে ৬০ শতাংশ ক্ষেত্রে
৬) ৪৪ শতাংশ রোগীর খুব কাশি থাকছে
৭) ঠান্ডায় গলা ভেঙে যাওয়ার প্রবণতা ৩৬ শতাংশের
৮) কাঁপুনি হচ্ছে ৩০ শতাংশ রোগীর
৯) জ্বর আসছে ২৯ শতাংশ রোগীর
১০) মাথা ঝিমঝিম করার প্রবণতা ২৮ শতাংশের
১১) মস্তিষ্কে ধোঁয়াশার প্রবণতা আছে ২৪ শতাংশের
১২) ২৩ শতাংশের পেশীতে ব্যথা, টান ধরছে
১৩) এবার গন্ধের অনুভূতি হারাচ্ছেন মাত্র ১৯ শতাংশ রোগী
১৪) ১৯ শতাংশ রোগীর ক্ষেত্রে বুকে ব্যথা দেখা যাচ্ছে
সূত্র: টাইমস অব ইন্ডিয়া