চীনে করোনাভাইরাস বেড়ে যাওয়ায় ভারতীয়দের মাস্ক পরার নির্দেশ
ভারতের স্বাস্থ্যমন্ত্রী কোভিডকালীন স্বাস্থ্য নির্দেশনা পুনরায় মেনে চলার অনুরোধ করেছেন, যার মধ্যে প্রকাশ্যে মাস্ক পরে থাকার মতো বিষয় রয়েছে। অন্যান্য উচ্চ পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারাও জনসাধারণকে ভ্যাকসিন এবং বুস্টার ডোজ নেওয়ার আহ্বান করেছেন। খবর বিবিসির।
বছরের শুরুতে কোভিড সংক্রমণ কমে যাওয়ায় মাস্ক পরে থাকার নিয়ম শিথিল করে ভারতীয় প্রশাসন। তবে প্রতিবেশি দেশ চীনে পুনরায় কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্ক রয়েছে দেশটি।
গত কয়েক মাসে মোট ৪ জন ভারতীয় করোনার অমিক্রন ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রমিত হয়েছেন। জুলাই, সেপ্টেম্বর এবং নভেম্বর মাসে গুজরাটে তিন জন এবং উড়িষ্যায় একজনের কোভিড ধরা পড়ে, তবে সব রোগীই পরবর্তীতে সুস্থ হয়েছেন বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা।
সরকারি উপাত্ত অনুযায়ী, ভারতে বর্তমানে তিন হাজার চার শ জন কোভিড আক্রান্ত রয়েছেন, তবে চীনে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সাধারণ জনগণের মনে ভয় ঢুকে গিয়েছে। অনেক বিশেষজ্ঞই বলেছেন ভারতের কোভিড সংক্রমণ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, যারা ২০২০ এবং ২০২১ সালে দুইবার ভয়াবহ সংক্রমণের শিকার হয়েছে।
গত বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া সংসদে বলেন, চীনে কোভিড সংক্রমণ বাড়লেও, ভারতে তা কমছে। তিনি আরও জানান স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন ভ্যারিয়েন্টগুলো সতর্কভাবে পর্যবেক্ষণ করছে এবং রাজ্যগুলোকে জেনোম সেকোয়েন্সিং বাড়ানোর পরামর্শ দিয়েছে।
এই সপ্তাহেই ফেডারেল সরকার রাজ্যগুলোকে কোভিড পজিটিভ রোগীদের স্যাম্পল স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে, যাতে ভারতে কী কী ধরনের কোভিড স্ট্রেইন পাওয়া যায় তার দিকে লক্ষ্য রাখা হবে।
সামনের উৎসবকালীন মৌসুমেও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়াও বিমানবন্দরে এলোমেলোভাবে আন্তর্জাতিক যাত্রীদের কোভিড পরীক্ষা শুরু করেছে ভারত।
বুধবার ভারতের স্বাস্থ্যমন্ত্রী একেবারে উচ্চ পর্যায়ের স্বাস্থ্যকর্মকর্তাদের সাথে বৈঠকে বসে কোভিড সংক্রমণ নিয়ে আলোচনা করেন এবং মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা, নিয়মিত হাত ধোয়া এবং ভ্যাকসিন নেওয়ার আহ্বান করেন।
এখনো পর্যন্ত ভারতীয় নাগরিকরা ২.২ বিলিয়ন কোভিড ভ্যাকসিন ডোজ নিয়েছেন, তবে মাত্র ২৭ শতাংশ লোক বুস্টার ডোজ নিয়েছেন।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড অবস্থা পর্যবেক্ষণের জন্য বৈঠকে বসবেন।