বাড়ির সামনে চিতাবাঘ, জারি হল ১৪৪ ধারা
এবার লোকালয়ে চলে এলো চিতাবাঘ। ভারতের কোচবিহারে দেখা দিয়েছে চিতাবাঘের আতঙ্ক। আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে কোচবিহারের এক বাড়িতে একটি চিতা বাঘ ঢুকে পড়ার পর আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। বন অধিদপ্তরে খবর দেওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান বন অধিদপ্তরের কর্মকর্তারা। সর্বশেষ খবর, চিতাবাঘকে খাঁচাবন্দি করার চেষ্টা চলছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চিতাবাঘ কোথা থেকে এলো? স্থানীয় সূত্রে খবর, লোকালয় থেকে বহু দূরে একটি জঙ্গল আছে। সম্ভবত সেখান থেকেই এই চিতাবাঘটি এখানে ঢুকে পড়েছে এবং তার গর্জনও শোনা গেছে। কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় দেখা মিলেছে এই চিতাবাঘের।
চিতাবাঘটি প্রথমে দেখতে পান মনোজ সরকার নামক এক বাসিন্দা। বৃহস্পতিবার মনোজ ঘুম ঘুম চোখে বাথরুমে যাচ্ছিলেন। হঠাৎ সামনে কিছু দেখে থমকে যান। তারপর যা দেখলেন তাতে তার ঘুম উড়ে যায়। কারণ তখন বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে একটি চিতাবাঘ। বন অধিদপ্তরের কর্মীরা এসে গিয়েছেন সেখানে এবং চিতাবাঘকে ধরতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এদিকে চিতাবাঘটি যেন কোনোভাবে পালাতে না পারে, তার জন্য ফাঁদ পাততে শুরু করেছে বন অধিদপ্তর। এমনকি মনোজ সরকারের বাড়ির ভিতরেও শুরু হয়েছে জাল পাতার কাজ। তবে এলাকায় উৎসাহী মানুষের ভিড় দেখা দেওয়ায় কাজ শুরু করতে একটু দেরি হয়ে যায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস