শ্বাস নিতে পারছিলাম না, বুক ধড়ফড় করছিল: আলোকচিত্রীর মুখে তুষার চিতার মুখোমুখি হওয়ার গল্প

ওই দিনের কথা স্মরণ করে লিও জানান, তিনি তুষার চিতার খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। তাদের মধ্যে ব্যবধান ছিল মাত্র আট মিটার দূরত্বের।