এপ্রিলে জাপানের গাড়ি বিক্রিতে প্রায় ৩০ শতাংশ ধ্বস
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2020/05/01/95252383_865562633942237_2307475165505650688_n.jpg)
আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের এপ্রিলে জাপানে স্থানীয় বাজারে গাড়ি বিক্রি ২৮ দশমিক ৬ শতাংশ কমেছে। আজ শুক্রবার প্রকাশিত সংশ্লিষ্ট শিল্পের সূত্রে এ তথ্য জানানো হয়।
করোনাভাইরাসের কারণে এপ্রিলের শুরুতে দেশটিতে জরুরি অবস্থা জারি করে। এই প্রেক্ষিতে নতুন গাড়ি ক্রয়ের পরিমাণও কমে।
অটোমোবাইলের মতো ভারি শিল্পে এই বিক্রয় ধ্বস বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির ওপর করোনার মহামারি যে বিপুল চাপে ফেলেছে সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।
জাপানি গাড়ি বিক্রয়কারীদের জোট- জাপান অটোমোবাইল ডিলারস অ্যাসোসিয়েশন জানায়, গত মাসে তারা দুই লাখ ৭০ হাজার ৯৩টি গাড়ি বিক্রি করেছে। মূলত এই জোটটি সেখানকার ছোট আকারের মোটরকার বিক্রি নিয়ন্ত্রণ করে। জাপানি ভাষায় এমন ব্যক্তিগত গাড়িকে 'কেই' বলেই ডাকা হয়।
এর আগের বছর বা ২০১৯ সালের এপ্রিলে জাপানে ৩ লাখ ৭৮ হাজার ৮৬৭টি কার বিক্রি হয়েছিল।
বিক্রি হওয়া মোটরকারের সিংহভাগই স্থানীয়ভাবে উৎপাদিত।