চিনির দাম নির্ধারণ করল সরকার
নতুন করে চিনির দাম নির্ধারণ করে দিয়েছে সরকার।
বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের মতে, প্রতি কেজি খোলা চিনি ৭৪ টাকায় এবং প্যাকেটজাত চিনি ৭৫ টাকায় বিক্রি হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে ব্যবসায়ীদের একটি বৈঠকে দেশীয় ও আন্তর্জাতিক বাজারের মূল্য বিশ্লেষণ করে এই দাম নির্ধারণ করা হয়।
এদিকে, আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতার কারণে কিছুদিন ধরেই দেশের বাজারে চিনির দাম বাড়তি ছিল।
বর্তমানে খোলা চিনি কেজিপ্রতি ৭৮-৮০ টাকায় এবং প্যাকেটজাত চিনি ৮০-৮৬ টাকায় বিক্রি হচ্ছে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার গবেষণার তথ্য অনুযায়ী, গত মাসে চিনির দাম প্রায় ১৩% বেড়েছে। এই মূল্য গত বছরের তুলনায় ২৬% বেশি।