জলবায়ু সংকট মোকাবেলায় ২৫ হাজার ১২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
জলবায়ুজনিত ঝুঁকির বিরূপ প্রভাব প্রশমন এবং অভিযোজনের লক্ষ্যে ২০২১-২২ অর্থবছরের বাজেটে ২৫ হাজার ১২৪ কোটি ৯৮ লাখ টাকার বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ মোট বাজেটের ৭ দশমিক ২৬ শতাংশ।
জলবায়ু সংকট মোকাবেলায় ২৫টি মন্ত্রণালয়ের মাধ্যমে বরাদ্দকৃত অর্থ ব্যয় করা হবে।
তবে, অর্থ মন্ত্রণালয় কর্তৃক "টেকসই উন্নয়নের লক্ষ্যে জলবায়ু অর্থায়ন: বাজেট প্রতিবেদন ২০২১-২২" শিরোনামে প্রকাশিত জলবায়ু বাজেট প্রতিবেদনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগে তিন লাখ ৪৬ হাজার ১০৬ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দের কথা বলা হয়েছে।
২০১৭-১৮ অর্থবছর থেকে ছয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ নিয়ে শুরু করে বর্তমানে ২০২১-২২ অর্থবছরে ২৫টি মন্ত্রণালয় এবং বিভাগের বাজেট কাঠামোতে জলবায়ু পরিবর্তনে বিষয়টি অন্তর্ভুক্ত করা করা হয়েছে।
প্রস্তাবিত বরাদ্দকৃত অর্থের পরিমাণ খসড়া বাজেটের তুলনায় দুই হাজার ১৮৫ কোটি ৫৩ লাখ টাকা বেশি। অন্যদিকে, ২০২০-২১ অর্থবছরের তুলনায় বরাদ্দ বৃদ্ধির পরিমাণ এক হাজার ৪৯ কোটি টাকা।