পলাতক আসামীও পেলেন রেমিট্যান্স পদক
নাম শাহজাহান বাবলু। থাকেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। নিজের ফেসবুক পেইজে পরিচয় হিসেবে দেওয়া আছে ‘এসবি পুণ্য গ্রুপ’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক এবং ব্যবস্থাপনা পরিচালক তিনি। প্রতিষ্ঠানটির অফিসের ঠিকানা হিসেবে দেওয়া আছে রাজধানীর মাতুয়াইল।
শাহজাহান বাবলু বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছেন। তবে সিআইডির খাতায় তিনি একজন পলাতক আসামি।
সোমবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে রেমিট্যান্স অ্যাওয়ার্ড তুলে দেন। যদিও শাহজাহান বাবলু নিজে অনুষ্ঠানে উপস্থিত হননি। তার পক্ষে একজন প্রতিনিধি অর্থমন্ত্রীর কাছ থেকে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
এর আগে অর্থমন্ত্রী এ ব্যবসায়ীরা বিরুদ্ধে কথা বলেছিলেন। সেসময় অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, “শাহজাহান বাবলু যে-ই হোন, যত শক্তিশালীই হোন, তার বাড়ি যেখানেই হোক, তিনি যদি আমার পরিবারের সদস্যও হন, তবু তাকে আইনি প্রক্রিয়ায় আসতে হবে। তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আপনারা দেখতে পাবেন।”
এর আগেও ভুয়া কাগজপত্র দিয়ে তিনি বিভিন্ন পুরস্কার ও পদক হাতিয়ে নিয়েছেন। এমনকি তার ঝুলিতে রয়েছে ‘জাতীয় মৎস্য পদক-২০১৪’ স্বর্ণপদক, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে নেন তিনি।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর কাছ থেকে সমাজসেবায় আন্তর্জাতিক বিশুদ্ধানন্দ শান্তি স্বর্ণপদক নিয়েছেন তিনি।
এ বিষয়ে সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মোস্তফা কামাল বলেন, শাহজাহান বাবলুর নামে সিআইডিতে মানি লন্ডারিংয়ের মামলা রয়েছে। এ বিষয়ে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছিল। সেসময় শাহজাহান বাবলুকে পাওয়া যায়নি।
“যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা নিম্ন পর্যায়ের কর্মকর্তা। তাদের থেকে যে তথ্য পাওয়া গেছে এবং আমাদের কাছে যেসব তথ্য রয়েছে সেগুলো নিয়ে মামলা চলছে। মানি লন্ডারিংয়ের মামলা অনেক বেশি তথ্যভিত্তিক হতে হয়। এজন্য সংশ্লিষ্ট সব পক্ষকে এ বিষয়ে আমরা চিঠি দিয়ে তাদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করছি।”
শাহজাহান বাবলুর বিরুদ্ধে সাড়ে ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। আর এ অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক অনুসন্ধানে তার সত্যতাও পায় সংস্থাটি।
শাহজাহান বাবলু তারই আরেক প্রতিষ্ঠান এসবি এক্সিমের মাধ্যমে মাটির তৈরি টেরাকোটা টাইলস রপ্তানি করেন। কিন্তু সেই রপ্তানির বিপরীতে ২০০ কোটি টাকা দেশে ফেরত আসছে না। অবশ্য ওই রপ্তানি বিল বাংলাদেশ কমার্স ব্যাংকের দিলকুশা শাখা ১৯০ কোটি টাকা দিয়ে কিনে নেয়।
শাহজাহান বাবলুর এসবি এক্সিম কুমিল্লাভিত্তিক গ্রুপ। তবে তার টেরাকোটা টাইলসের কারখানা ঝিনাইদহে।
বাংলাদেশ ব্যাংক কীভাবে এমন ব্যক্তিকে অ্যাওয়ার্ড দিল সে বিষয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। আর জনতা ব্যাংকের মাধ্যমে এ ব্যক্তি রেমিট্যান্স পাঠিয়েছেন বলে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ঘোষণা করা হয়।
সোমবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।