বাংলাদেশকে ৫০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
বাংলাদেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের মোকাবিলায় সরকারের সক্ষমতা বাড়াতে আরও ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বৃহস্পতিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত এডিবির প্রধান কার্যালেয় এ ঋণ অনুমোদন দেওয়া হয় বলে এডিবি'র ঢাকা কার্যালয় থেকে জানানো হয়েছে।
এর আগে গত ৩০ এপ্রিল একদফায় বাংলাদেশকে আরও ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছিলো এডিবি।
অতিরিক্ত এই ঋণ অনুমোদনের বিষয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, "করোনা দুর্যোগ কাটিয়ে উঠতে বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা পুনরুদ্ধারে এডিবি শুরু থেকেই দেশটির পাশে থেকে সহযোগিতা করছে। এই ঋণ সেই সহযোগিতারই অংশ, যাতে এই দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরো বাড়ানো যায়।"
তিনি বলেন, "মহামারির প্রভাব যাতে গরীবে, চাকরি হারানো মানুষ, ছোট ও মাঝারি মানের উদোক্তা এবং অনানুষ্ঠানিক খাতগুলোর ওপর কম পড়ে সে লক্ষ্যে আমরা সরকার এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবো।"