মহামারিতে এয়ারলাইন্সগুলোর ক্ষতি সাড়ে ৩১ হাজার কোটি ডলার
পৃথিবীর নানা দেশকে একে-অপর থেকে বিচ্ছিন্ন করে রেখেছে মাত্র একটি ভাইরাস- কোভিড-১৯। বিমানবন্দরের হ্যাঙ্গারগুলোতে এখন দিনের পর দিন পড়ে থাকছে আকাশে যাত্রী পরিবহন সংস্থাগুলোর উড়োজাহাজের সারি।
এসব কিছুর মিলিত প্রভাবে বিশ্বব্যাপী এয়ারলাইন্সগুলোর লোকসানের মাত্রা ৩১ হাজার ৪শ কোটি ডলারে উন্নীত হতে চলেছে। ইতোপূর্বে দেওয়া এক পূর্বাভাসের চাইতে যা ২৫ শতাংশ বেশি। মূলত; অর্থনৈতিক পরিস্থিতির দৈন্যভাব এবং আন্তর্জাতিক রুটগুলো উন্মুক্ত হতে আগের অনুমানের চাইতে বেশি সময় লাগবে- এমন হিসাব-নিকাশের ওপর ভিত্তি করেই সাম্প্রতিক লোকসানের অংক নির্ধারণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সার্বিক ক্ষতির এই চিত্র প্রকাশ করে আকাশপথে পরিবহন বাণিজ্যেজড়িত সংস্থাগুলোর জোট- ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন বা আইএটিএ। এদিন সাপ্তাহিক এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংস্থাটি। খবর রয়টার্সের
ইতোপূর্বে গত ২৪ মার্চ জোটটি ২৫ হাজার ২শ কোটি ডলার ক্ষতির পূর্বাভাস দিয়েছিল। সেখানে গতবছরের তুলনায় যাত্রী পরিবহনের মাধ্যমে আয় চলতি বছর গড়ে ৫৫ শতাংশ কমার কথা জানানো হয়।
সর্বশেষ পূর্বাভাসের আওতায় কিলোমিটার প্রতি যাত্রী পরিবহনে আয় ৪৮ শতাংশ কমার কথা বলা হচ্ছে। ২৪ মার্চের পূর্বাভাসে এর পরিমাণ ছিল ৩৮ শতাংশ। অর্থাৎ এটা ১০ শতাংশ বেড়েছে।
আইএটিএ মহাপরিচালক অ্যালেক্সান্ডার ডি জুনিয়াক বলেন, আগামীতে ব্যবসায়িক পরিস্থিতির উত্তরণ অনেক ধীর গতিতে হবে, একমাস আগেও আমরা যে অনুমান করেছিলাম প্রকৃত সংকট তার চাইতেও অনেক গভীর রুপ নেবে বলে যাচ্ছে।