সংসদে আগামীকাল ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ
পহেলা জুলাই থেকে শুরু হতে চলা ২০২০-২১ অর্থবছরের বাজেট আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পেশ করা হবে । এটি হবে দেশের ৪৯তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট উপস্থাপন।
আজ বুধবার অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী অর্থবছরের বাজেট আপদকালীন পরিস্থিতি বিবেচনায় প্রচলিত ধারার বাইরে গিয়েই তৈরি করা হয়েছে।
'অর্থনৈতিক উত্তরণ: ভবিষ্যত পথ পরিক্রমা' শিরোনামে ২০২০-২১ অর্থবছরে আসছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট। যা চলতি অর্থবছরের চেয়ে ১৩.২ শতাংশ বেশি। চলতি ২০১৯-২০ অর্থবছরে সংশোধিত বাজেটের আকার ৫ লাখ ১ হাজার ৫৭৭ কোটি টাকা।
দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নকে সঙ্গতকারণেই এবারের বাজেটে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছে অর্থমন্ত্রলায় প্রকাশিত বিজ্ঞপ্তিটি।
পাশাপাশি অগ্রাধিকার পাচ্ছে কৃষি, খাদ্য উৎপাদন, ব্যবস্থাপনা এবং কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা।
আসছে বাজেটে তাই কৃষি খাতের বিকাশে নানা প্রকার খাদ্য উৎপাদন সহায়ক পরিকল্পনা স্থান পাবে। এছাড়াও, সামাজিক সুরক্ষার বলয় বৃদ্ধিসহ থাকছে মহামারিতে প্রভাবিত শিল্প, বাণিজ্য এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রণোদনার মতো নানা পদক্ষেপ।
প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ প্রায় ২ লাখ কোটি টাকা। যা চলতি অর্থবছরে সংশোধিত বাজেটের ঘাটতির চেয়ে ৩৬ হাজার ৪৮৯ কোটি টাকা বেশি।