৫ দিনের মধ্যে পণ্যের ডেলিভারি নিশ্চিত করবে ই-কমার্স প্রতিষ্ঠান: বাণিজ্য মন্ত্রণালয়
বাণিজ্য মন্ত্রণালয় প্রণীত 'ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১'-এর চূড়ান্ত নির্দেশিকায় বলা হয়েছে, ক্রেতার কাছ থেকে অগ্রিম পণ্যমূল্য গ্রহণের পাঁচদিনের মধ্যে পণ্যের ডেলিভারি নিশ্চিত করতে হবে ই-কমার্স কোম্পানিগুলোকে।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সরকারের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান মো. হাফিজুর রহমান।
তবে ক্রেতা ভিন্ন জেলা বা গ্রামে অবস্থান করলে মূল্য পরিশোধের ১০ দিনের মধ্যে ডেলিভারি নিশ্চিত করা যাবে বলে তিনি জানান।
নতুন এই নির্দেশিকা ই-কমার্সের মত দ্রুত বর্ধনশীল খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে এবং একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতার ক্ষেত্র তৈরিতে সহায়ক হবে বলে হাফিজুর রহমান আশা প্রকাশ করেছেন।