সিঙ্গাপুরের ৪২তম শীর্ষ ধনী সামিট গ্রুপের আজিজ খান
বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা মোহাম্মদ আজিজ খান ফোর্বস-এর সিঙ্গাপুরের সর্বোচ্চ ধনীর ২০২২ সালের তালিকায় ৪২তম স্থান অর্জন করেছেন।
ফোর্বসের তথ্য অনুযায়ী, বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ এক বিলিয়ন মার্কিন ডলার।
২০১৮ সালে ফোর্বসের সিঙ্গাপুর লিস্টে প্রথমবারের মতো জায়গা পান আজিজ খান। তখন তার মোট সম্পদের পরিমাণ ছিল ৯১০ মিলিয়ন ডলার। ২০১৯ সালে সাময়িকভাবে সম্পদ কমে যাওয়ার পর, ২০২০ সালে ৯৫৫ মিলিয়ন ডলার ও ২০২১ সালে ৯৯০ মিলিয়ন ডলারের মালিক হন তিনি।
আজিজ খান বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বহুমুখী ব্যবসায়িক সংস্থা সামিট গ্রুপের চেয়ারম্যান। সংস্থাটির বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস, রিয়াল স্টেট ইত্যাদি খাতে ২০টির বেশি ব্যবসায় রয়েছে।
সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর এ তালিকায় ১৫.৬ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে সবার প্রথমে আছেন শেনজেন মিনড্রে বায়ো-মেডিক্যাল ইলেকট্রনিক্স-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লি সিটিং।