জানুয়ারি পর্যন্ত চিনির ঘাটতি নেই; তবে বিদ্যুৎ-গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে: টিপু মুনশি
তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে দেশের কারখানাগুলোতে চিনির উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সচিবালয়ে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে এক সভা শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, "আগামী বছর জানুয়ারি পর্যন্ত চিনির মজুদ রয়েছে। তবে যে সমস্যাটি পেয়েছি সেটি হলো, গ্যাসের সরবরাহ অপ্রতুল হওয়ায় কারখানাগুলো তাদের উৎপাদন ক্ষমতার ৬৬ শতাংশের বেশি চিনি উৎপাদন করতে পারছে না।"
"সত্যি বলতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জনগণের কষ্ট হচ্ছে। এটি একটি বৈশ্বিক সংকট," যোগ করেন তিনি।
তিনি আরো বলেন, "আগামী দিনে আমরা খাদ্য সংকটের মুখোমুখিও হতে পারি।"
মন্ত্রী বলেন, চিনির সরবরাহ ঠিকভাবে হওয়া দরকার। কারণ সরবরাহ ঠিকভাবে হলেই চিনির জন্য সরকার যেই দাম নির্ধারণ করেছে, সেটি কার্যকর হবে।
বাণিজ্যমন্ত্রী জানান, দেশের গুদামে প্রচুর পরিমাণে অপ্রক্রিয়াজাত চিনি মজুদ রয়েছে।
গ্যাসের ঘাটতি দূর হলে মজুদে থাকা চিনি প্রক্রিয়াজাত করে বাজারে ছাড়া হবে বলে জানান তিনি।
সরবরাহ সংকট শীঘ্রই শেষ হবে, এমন আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি সংশ্লিষ্ট কর্মকর্তারা। "সুতরাং, চিন্তার কিছু নেই," বলে মন্তব্য করেন মন্ত্রী।