জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ স্থিতিশীল হবে দেশের বৈদেশিক মুদ্রাবাজার: বাংলাদেশ ব্যাংক
আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ দেশে বৈদেশিক মুদ্রা বাজারের সরবরাহ ও চাহিদায় ভারসাম্য ফেরার আশা করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আবুল কালাম আজাদ সোমবার (১৪ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।
এসময় তিনি বলেন, 'গণমাধ্যমের কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, এলসি (ঋণপত্র) বাতিল করা হচ্ছে– যা সত্য নয়। নভেম্বরের প্রথম ১০ দিনে ১,২৬৩ মিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে, যা গত অক্টোবরে ছিল ৪,৭৪৩ মিলিয়ন'।
তিনি আরও বলেন, 'নিজ নিজ বৈদেশিক মুদ্রার স্টক অনুসারে, ব্যাংকগুলি এলসি খোলার বিষয়টি বিবেচনা করছে'।
আজ সোমবার দেওয়া আরেক নোটিশে দেশের আর্থিক খাতের প্রধান নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, বাণিজ্যিক এলসি খোলার ক্ষেত্রে কোনো সীমা আরোপ করা হয়নি।
সংবাদ সম্মেলনে এলসি স্থগিতের সংবাদের প্রসঙ্গে প্রশ্ন করা হলে, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, 'বৈশ্বিক পরিস্থিতি যখন নাজুক অবস্থানে থাকে, তখন এই ধরনের গুজব রটে'।