সবচেয়ে গরিব মানুষকে সবথেকে বেশি সুদ দিতে হয়: বাংলাদেশ ব্যাংক গভর্নর
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/11/15/image-45760-1654953883.jpg)
সবচেয়ে গরিব মানুষকে ঋণের বিপরীতে সবথেকে বেশি সুদ দিতে হয় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রওফ তালুকদার।
মঙ্গলবার মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির (এমআরএ) আয়োজনে একটি জাতীয় ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, মাইক্রোক্রেডিটে এখন প্রতিদিন প্রায় ৯০০ কোটি টাকা লোন ডিসবার্স হচ্ছে।
"এই লোন নেওয়া সবচেয়ে গরীব মানুষদের আমরা সবথেকে বেশি সুদ চার্জ করছি। অতিরিক্ত সুদ নেওয়ার বিষয়টি নৈতিক হচ্ছে কিনা, সেটি ভেবে দেখার আহ্বান জানাই', বলেন তিনি।
"আমাদের এখন ক্যাশ টাকার প্রচলন কমাতে হবে। গত রোববার ইন্টার অপারেবল ডিজিটাল ট্রান্সেকশন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এর ফলে এখন একটি এমএফএস (মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস) থেকে অন্য এমএফএসে টাকা ট্রান্সফার করা যাচ্ছে।
"আগামী ৫ বছরের মধ্যে আমরা একটা ক্যাশলেস সোসাইটি তৈরি করে চাই। আমরা চাই, সবার হাতে যে মোবাইল ফোন আছে, সেটিই হবে আমাদের ক্রেডিট কার্ড-ব্যাংক।"
বক্তব্য শেষ প্রধান অতিথি এমআরএ লাইব্রেরি অটোমেশন, ই-ক্লিপিং, ই-আর্কাইভিং ও এমআরএ ইনফো শীর্ষক চারটি নতুন ই-সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বক্তব্য দেন। এমআরএ'র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো: ফসিউল্লাহ্ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংস্থাটির নির্বাহী পরিচালক লক্ষণ চন্দ্র দেবনাথ।