২০২২-২৩ অর্থবছরে গাড়ি কিনতে পারবে না আর্থিক প্রতিষ্ঠান: কেন্দ্রীয় ব্যাংক
চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে পরিচালন ও উন্নয়ন ব্যয় হ্রাস করার লক্ষ্যে সরকারি সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে, ২০২২-২৩ অর্থবছরে আর্থিক প্রতিষ্ঠানগুলো অফিসিয়াল ব্যয়ে কোনো ধরনের যানবাহন কিনতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
একইসঙ্গে প্রতিষ্ঠান ও আমানতকারীদের স্বার্থে পরিচালন ব্যয় কমানোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদেরকে কোম্পানির খরচে একাধিক গাড়ি দেওয়া যাবে না। তবে তারা নির্দিষ্ট অঙ্কের জ্বালানি খরচ পাবেন। এ বিষয়ে খরচের প্রমাণ ও ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।
এছাড়া যেসব কর্মকর্তা গাড়ির জন্য ঋণ ও সেসবের রক্ষণাবেক্ষণের জন্য টাকা নেন তারা কোম্পানির গাড়ি ব্যবহার করতে পারবেন না বলেও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নির্দেশিকা অনুসারে, আর্থিক প্রতিষ্ঠানের সমস্ত যানবাহন ন্যূনতম আট বছর ব্যবহারের পরে প্রতিস্থাপন করা যাবে।