নীতি সুদহার ২৫ বেসিস পয়েন্ট বাড়াল বাংলাদেশ ব্যাংক
দেশের ব্যাংকগুলো যখন তারল্য সংকটে, তার মধ্যেই রেপো রেট বা নীতি সুদহার ২৫ বেসিস বাড়িয়ে ৬ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে বাণিজ্যিক ব্যাংকের জন্য টাকা ধার নেওয়া আরো দামি হয়ে উঠলো।
আজ রোববার (১৫ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে। সামগ্রিক বিবেচনায় এবারের মুদ্রানীতিকে সতর্কমূলক বলেছে বাংলাদেশ ব্যাংক।
নয়া মুদ্রানীতিতে রিভার্স রেপোর সুদহার ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৪ দশমিক ২৫ শতাংশ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া অর্থে, ব্যাংকগুলিকে যে সুদ দিতে হয়, সেটি হল- রোপো রেট। আর উল্টোটি হলে, মানে বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংক যে অর্থ নিচ্ছে, তার ওপর যে সুদ, তাকে রিভার্স রেপো রেট বলা হয়।
মুদ্রানীতিতে বেসরকারি খাতের জন্য ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আগের ১৪.১ শতাংশে অপরিবর্তিত রেখেছে। একইসময়, আগের ৩৬ শতাংশ থেকে বাড়িয়ে সরকারি ঋণের সীমা ৩৭.৭ শতাংশ করা হয়েছে।
দেশের স্বল্পমেয়াদি অর্থনৈতিক চিত্রকে স্থিতিশীল বলে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক। সঙ্গে এটাও বলেছে যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেরল রিজার্ভের নীতি সুদহার বৃদ্ধির উদ্যোগ, কোভিড-১৯ এর পুনঃবিস্তার এবং চীনে সংক্রমণ পরিস্থিতির অবনতির মতো বাহ্যিক ঘটনাগুলো বাংলাদেশের অর্থনীতির ওপর প্রভাব ফেলবে।
এসব প্রতিকূল পরিস্থিতির নিরসন হলে তা বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অর্জনকে গতিশীল করবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।