শুল্ক অব্যাহতি কমলে ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়বে: এনবিআর কর্মকর্তা
কর অব্যাহতি ধীরে ধীরে কমলে দেশের মোট জিডিপি ও ট্যাক্স রেভিনিউয়ের অনুপাত বাড়বে বলে উল্লেখ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য প্রদ্যুত কুমার সরকার।
আসন্ন রাজস্ব সম্মেলন উপলক্ষে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এনবিআর কর্মকর্তা বলেন, "বিভিন্ন খাতে কর অব্যাহতি দেশকে অর্থনৈতিকভাবে উন্নয়নে সহায়তা করেছে এবং এই সুবিধাটি গত দুই দশকে আমাদের ভালো ফলাফল দিয়েছে।"
"আমাদের জিডিপি এখন ৪৭০ বিলিয়ন ডলার। সরকার কৃষি বাণিজ্যসহ অনেক খাতে কর অব্যাহতি দিয়েছে। এর মাধ্যমে জনসাধারণ [তাদের কষ্টার্জিত অর্থ] অর্থনৈতিক এবং শিল্প উন্নয়নের জন্য উৎসর্গ করেছে," যোগ করেন প্রদ্যুত কুমার।
সম্প্রতি বাংলাদেশকে ৪.৭ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে আইএমএফ; সেইসাথে ঋণের প্রথম কিস্তির অর্থও ছাড় করেছে তারা।
তবে এ ঋণের জন্য বেশকিছু শর্ত মানতে হবে বাংলাদেশকে। আইএমএফ দেশকে রাজস্ব খাতে বড় ধরনের সংস্কারের শর্ত দিয়েছে। এরমধ্যে রয়েছে ট্যাক্স-জিডিপির অনুপাত বৃদ্ধি।
এ বিষয় সাংবাদিকের প্রশ্নর জবাবে প্রদ্যুত কুমার সরকার বলেন, "এই অনুপাতের আগে আমাদের ভাবতে হবে একেক দেশের ডেভেলপমেন্ট ফিলোসফি ব্যাকগ্রাউন্ডটা কী।"
"আমাদের রাজনৈতিক দুরদর্শিতার কারণে আমরা চেয়েছি দ্রুত ইকোনোমিক ডেভেলপমেন্ট," বলেন তিনি।
"এর একটি প্যারামিটার, ট্যাক্স জিডিপির অনুপাত কমা সত্ত্বেও আমাদের ইকোনিমাল ডেভলপমেন্টটা ফাস্টার হয় এবং সাসটেইনেবল ডেভেলপমেন্টের দিকে আমরা ক্রমাগত এগোই,"
প্রদ্যুত কুমার সরকার বলেন, "ট্যাক্স-জিডিপি অনুপাত অনেক ভালো থাকা সত্ত্বেও অর্থনৈতিক দুর্দশাগ্রস্ত দেশের নাম আপনাদের কাছে আছে,"
তিনি বলেন, "অটোমেশন যেভাবে এগোচ্ছে, এটি হলে আমাদের ট্যাক্স জিডিপি অটোমেটিক বাড়বে। আর যেসব সেক্টর ইতোমধ্যে ভালো অবস্থায় গেছে সেই সেক্টরগুলো থেকে ক্রমান্বয়ে যখন আমরা কর অব্যাহতি সংকুচিত করে আনবো, তখনও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আদায় বাড়বে। আমরা সঠিক পথেই আছি।"
রাজস্ব আদায়, নীতির সংস্কার ও আইএমএফ এর ঋণ- সবই প্রয়োজন, কিন্তু এনবিআর এই তিন বিষয়ের সমন্বয় কীভাবে করবে, এমন প্রশ্নের জবাবে এনবিআর সদস্য (কাস্টমস: পলিসি) মো. মাসুদ সাদিক বলেন, "রাজস্ব আদায় ও সংস্কার বিষয়ে আইএমএফ প্রস্তাবের সঙ্গে এনবিআর নীতি সাংঘর্ষিক নয়।"
তিনি বলেন, "রাজস্ব সংস্কার একটা চলমান প্রক্রিয়া। প্রতি বছরের বাজেটে আয়কর, ভ্যাট এবং কাস্টমস তিন ক্ষেত্রেই কিছু সংস্কার করা হয়। এটা চলমান প্রক্রিয়া। ট্রেড ফ্রেন্ডলি করার জন্য আমরা সংস্থার করে থাকি।"
বন্ডের অটোমেশন এবং কাস্টমসের অটোমেশন সংস্কার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "বন্ডের অটোমেশন শুরু হয়েছে দেড় বছর আগে। ২০২৩ সালের মধ্যে বন্ডেড ওয়্যারহাউজ অটোমেশন প্রকল্পের বাস্তবায়ন শেষ হবে।"
তিনি আরো জানান, "এটি সম্পন্ন হলে বন্ডের বিষয় যে সকল অভিয়োগ আছে, যে অপব্যবহার ও মেন্যুয়াল সিস্টেমের কারণে কিছু মনিটরিংয়ে সমস্যা হয়, এই সমস্যা দূর হবে।"
রোববার রাজস্ব সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
রোববার (৫ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী রাজস্ব সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই দিনে প্রধানমন্ত্রী এনবিআরের নতুন ভবনও উদ্বোধন করবেন বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম।
"ভ্যাট, শুল্ক ও আয়কর নিয়ে মোট তিনটি সেমিনার হবে। সেমিনার ছাড়াও এসব বিষয়ে তথ্য বুথ থাকবে," বলেন তিনি।
এনবিআর চেয়ারম্যান আরো বলেন, এসব বুথ থেকে মানুষ ভ্যাট, শুল্ক ও আয়কর সম্পর্কে আরও জানতে পারবে। একইসঙ্গে অনলাইন সেবা সম্পর্কে সচেতনতা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।