বৃহস্পতিবার থেকে ১ হাজার টাকার নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক
আগামীকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে ১ হাজার টাকার নতুন ব্যাংক নোট বাজারে ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রতিবছরের মতো এবারও ঈদ উপলক্ষে নতুন নোট বাজারে ছাড়া হচ্ছে।
প্রাথমিকভাবে এসব নোট কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের তিনটি কাউন্টার এবং পরে অন্যান্য শাখার মাধ্যমে ইস্যু করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, নতুন নোটের রঙ, জলছাপ, নকশাসহ অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো বাজারে বিদ্যমান নোটের মতোই অপরিবর্তিত থাকবে। নতুন ছাপা নোটের পাশাপাশি বিদ্যমান নোটগুলোও একইসঙ্গে প্রচলিত থাকবে।