২০ মার্চ আরও ৪ জেলায় চালু হচ্ছে বাংলাদেশ ব্যাংকের 'বাংলা কিউআর'
নগদ টাকার ব্যবহার কমাতে সব ধরনের লেনদেন কিউআর কোডভিত্তিক করতে চায় বাংলাদেশ ব্যাংক। আর এ লক্ষ্যে আগামী ২০ মার্চ আরও ৪টি জোলায় মোবাইলভিত্তিক এই ব্যাংকিং সেবা চালু হতে যাচ্ছে।
এই পরিষেবার জন্য আলাদা বাংলা কিউআর কোড চালু করা হয়েছে। আগামী বছর থেকে কিউআর কোডভিত্তিক সব লেনদেন হবে বাংলাদেশ ব্যাংকের তৈরি অ্যাপ বাংলা কিউআর কোডের মাধ্যমে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার নতুন ৪ জেলা- গোপালগঞ্জ, রংপুর, গাজীপুর ও নাটোরে এই সেবার উদ্বোধন করবেন।
রোববার (১২ মার্চ) মোবাইল সার্ভিস প্রভাইডারদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র জানায়, আগামী ২০ তারিখ এই চার জেলায় আনুষ্ঠানিকভাবে বাংলা কিউআর অ্যাপের উদ্বোধন করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
বর্তমানে রাজধানীর গুলশান ও মতিঝিলে এই সেবা চালু রয়েছে। ধীরে ধীরে এটি সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বাংলা কিউআর (কুইক রেসপন্স) হলো, দেশের সব ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) অ্যাপভিত্তিক লেনদেন নিষ্পত্তির একটি কমন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে যুক্ত যেকোনো ব্যাংক বা এমএফএসের গ্রাহক যেকোনো অন্য কিউআর থেকে পরিশোধ করতে পারেন।
লেনদেনকে স্বচ্ছ, ঝুঁকিমুক্ত, কম খরচে ও দ্রুত করতে ক্যাশলেস সোসাইটি গঠনের লক্ষ্য নিয়ে এমন ব্যবস্থা প্রবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। এখন এ ব্যবস্থায় লেনদেন সম্পন্ন করতে উৎসাহিত করা হচ্ছে।