মেগাপ্রকল্প অর্থায়নে দ. কোরিয়া ও বাংলাদেশের মধ্যে ৩০০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর
মেগাপ্রকল্পগুলো বাস্তবায়নে দ. কোরিয়ার সাথে ৩০০ কোটি ডলারের দুটি অর্থায়ন চুক্তিতে সই করেছে বাংলাদেশ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেটার অব আন্ডারস্ট্যান্ডিং (এলওইউ) ও কো-অপারেশন অ্যারেঞ্জমেন্ট (সি/এ) নামক এ দুই চুক্তির অধীনে, ২০২৩-২৭ মেয়াদে ইকোনমিক ডেভেলপমেন্ট প্রোমোশন ফ্যাসিলিটি (ইডিপিএফ)- এর মাধ্যমে ৩০০ কোটি ডলারের সহজ শর্তের ঋণ দেবে দ. কোরিয়া।
নিজ নিজ দেশের পক্ষে চুক্তি দুটিতে সই করেন বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরীফা খাতুন এবং দ. কোরিয়ার অর্থনীতি ও অর্থায়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী সিয়ং উক কিম।
একইসঙ্গে, আর্থিক সহায়তার চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং কোরিয়া এক্সিম ব্যাংকের নির্বাহী পরিচালক তায়ে-সো কিম।
স্বাক্ষরিত চুক্তিগুলোর আওতায়, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে ১ শতাংশ সুদে ও ৩০ বছরে পরিশোধের মেয়াদে ঋণ পাওয়া যাবে। গ্রেস পিরিয়ড থাকবে ৭ বছরের। ঋণের ব্যবস্থাপনা ফি হবে শূন্য দশমিক ৪ শতাংশ, আর আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মাধ্যমে প্রকল্পের ঠিকাদার নির্বাচন করতে হবে।
আর্থ-সামাজিক, অবকাঠামো ও আইসিটি (তথ্যপ্রযুক্তি) খাতে ১৯৯৩ সাল থেকেই তাদের উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়া এক্সিম ব্যাংকের মাধ্যমে বাংলাদেশকে নমনীয় বা সহজ শর্তের ঋণ দিচ্ছে দ. কোরিয়া।
কোরিয়ার অর্থসহায়তায় এপর্যন্ত প্রায় ৬১৯.৭৮ মিলিয়ন ডলার ব্যয়ে ১৬টি প্রকল্প সম্পন্ন হয়েছে। ৬১৬.২৮ মিলিয়ন ডলারের আরো সাত প্রকল্পের কাজ চলছে।
সহজ শর্তে বাংলাদেশকে মোট ১৩১ কোটি ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দ. কোরিয়ার সরকার, যা বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।