ইডিএফের ঋণের সীমা কমিয়ে ১০ মিলিয়ন ডলার করল বাংলাদেশ ব্যাংক
রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) অধীনে প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের জন্য ঋণের সর্বোচ্চ সীমা কমিয়ে ১০ মিলিয়ন ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। রিজার্ভের ওপর চাপ কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (৯ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, ব্যাক-টু-ব্যাক এলসির আওতায় 'ইনপুট' ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট রপ্তানি আদেশের বিপরীতে ঋণের সীমা কমানো হয়েছে, যাতে আরও বেশিসংখ্যক গ্রাহককে ইডিএফ ঋণের আওতায় আনা যায়।
এছাড়া বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সদস্য মিলগুলোর জন্য ঋণের সীমা ২০ মিলিয়ন ডলার করা হয়েছে। আগে তাদের জন্য এই ঋণের সীমা ছিল ২৫ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ডাইড ইয়ার্ন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিডিওয়াইইএ) সদস্যরা ঋণ নিতে পারবে সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার। আগে তাদের ঋণের সীমা ছিল ১৫ মিলিয়ন ডলার।
কয়েকদিন আগেই কেন্দ্রীয় ব্যাংক ইডিএফের আকার ৭ বিলিয়ন ডলার থেকে কমিয়ে ৫.৫ বিলিয়ন ডলার করেছে।