এবারের বাজেট হবে গরীববান্ধব; সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো হবে: অর্থমন্ত্রী
২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট হবে গরীববান্ধব এবং এতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো হবে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
"আসছে বাজেট হবে গরীববান্ধব। বিশেষ কোনো চাপ নেই এবার। অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে বাজেটে ধারাবাহিকতা থাকছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বলয় এবার বাড়ছে বিপুল আকারে," বৃহস্পতিবার (১ জুন) সকালে বাজেট পেশের আগে গুলশানের নিজ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, "এ দেশের মানুষকে ঠকাবে না সরকার। সরকার কাউকে গরীব করে কিছু অর্জন করতে চায় না।"
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, 'স্মার্ট বাংলাদেশ' গড়ে তোলার প্রচেষ্টা এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আজ জাতীয় সংসদে ২০২৪ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।
এবারের বাজেটের সম্ভাব্য আকার ৭,৬১,৭৮৫ কোটি টাকা।