বেশি দামে কাঁচামরিচ বিক্রির জন্য কারণ দর্শানোর নোটিশ পাবে একাধিক সুপারশপ
অস্থিরতার বাজারে কাঁচামরিচ বিক্রি করে অতিরিক্ত মুনাফা করায় মীনা বাজার ও স্বপ্নের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত একমত বিনিময় সভায় অধিদপ্তর মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান বলেন, সুপার শপে একটা পণ্যের দাম বাইরের বাজারকে প্রভাবিত করে।
'কাঁচামরিচের অস্থির বাজারে দুটি সুপার শপ কাঁচামরিচ বিক্রি করে অতিরিক্ত মুনাফা করেছে'' বলেন তিনি।
শফিকুজ্জামান বলেন, এই সুপারশপগুলোকে দ্রুত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তিন দিনের মধ্যে নোটিশের সন্তোষজনক জবাব দিতে না পারলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুপার শপগুলোর মধ্যে সর্বোচ্চ ৭০০ টাকা কেজির ওপরে মীনা বাজার এবং ৬২০ টাকা করে স্বপ্ন কাঁচামরিচ বিক্রি করেছে, যে সময় অন্য সুপারশপগুলোতে কাঁচামরিচের দাম ছিল ৫০০ টাকার মধ্যে।