জাতীয় রপ্তানি ট্রফি পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
২০২০-২১ অর্থবছরে রপ্তানি আয়ে অসামান্য অবদান রাখায় ৭৩টি রপ্তানিমুখী প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফির জন্য নির্বাচিত করেছে সরকার।
সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে রিফাত গার্মেন্টস লিমিটেড পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি। সোমবার (২৫ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত এক গেজেট বিজ্ঞপ্তিতে এবারের পুরস্কারপ্রাপ্ত কোম্পানিগুলোর নাম ঘোষণা করা হয়।
এর আগে, ২০১৯-২০ অর্থবছরের রপ্তানি আয়ে অবদান রাখার জন্য চলতি বছরের জানুয়ারিতে ৭১টি কোম্পানি এই পুরস্কার পেয়েছিল। ওই বছর তৈরি পোশাক (ওভেন) ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছিল রিফাত গার্মেন্টস লিমিটেড।
এবার সরকার প্রতিষ্ঠানগুলোকে ৩২টি ক্যাটাগরিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেবে।
এদের মধ্যে, তৈরি পোশাক (ওভেন) ক্যাটাগিতে স্বর্ণ পদক পাচ্ছে স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড, একেএম নিটওয়্যার লিমিটেড পাচ্ছে রৌপ্য পদক এবং ব্রোঞ্জ পদক পাচ্ছে তারাসিমা অ্যাপারেলস লিমিটেড।
এছাড়া, নিটওয়্যার ক্যাটাগরিতে ফ্ল্যামিঙ্গো ফ্যাশনস লিমিটেড স্বর্ণ, জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ রৌপ্য এবং লিবার্টি নিটওয়্যার লিমিটেড পাচ্ছে ব্রোঞ্জ পদক।
ইয়ার্ন ক্যাটাগরিতে স্বর্ণপদকের জন্য নির্বাচিত হয়েছে বাদশা টেক্সটাইল লিমিটেড, স্কয়ার টেক্সটাইল লিমিটেড নির্বাচিত হয়েছে রৌপ্য পদকের জন্য এবং এনজেড টেক্সটাইল লিমিটেড পাচ্ছে ব্রোঞ্জ পদক।
টেক্সটাইল ফেব্রিকস ক্যাটাগরিতে স্বর্ণপদক পাচ্ছে হা-মীম ডেনিম লিমিটেড, রৌপ্য পাচ্ছে এনভয় টেক্সটাইল লিমিটেড এবং আকিজ টেক্সটাইল লিমিটেড পাচ্ছে ব্রোঞ্জ পদক।
গত বছরের বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি বিজয়ী ইউনিভার্সাল জিন্স লিমিটেড এবার ইপিজেড-এর অধীনে পোশাক খাতে (নিট এবং ওভেন) শতভাগ বাংলাদেশের মালিকানায় ("সি" ক্যাটাগরি) স্বর্ণপদকের জন্য নির্বাচিত হয়েছে; অন্যদিকে, প্যাসিফিক জিন্স লিমিটেড ও এনএইচটি ফ্যাশন লিমিটেড যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ পদকের জন্য নির্বাচিত হয়েছে।
বিগত বছরের মতো এবারও টেরি টাওয়েল ক্যাটাগরিতে স্বর্ণপদকের জন্য নির্বাচিত হয়েছে নোমান টেরি টাওয়েল মিলস লিমিটেড কোম্পানি। এছাড়া, পাটজাত পণ্য ক্যাটাগরিতে আকিজ জুট মিলস লিমিটেড পাচ্ছে স্বর্ণপদক, জনতা জুট মিলস লিমিটেড পাচ্ছে রৌপ্য এবং জোবাইদা করিম জুট স্পিনার্স লিমিটেড পাচ্ছে ব্রোঞ্জ পদক।
চামড়াজাত পণ্যের ক্যাটাগরিতে পিকার্ড বাংলাদেশ লিমিটেড এবং এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড যথাক্রমে স্বর্ণ ও রৌপ্য পদক পাচ্ছে।
হস্তশিল্প বিভাগে কারুপণ্য রংপুর লিমিটেড পাচ্ছে স্বর্ণপদক; অন্যদিকে, বিডি ক্রিয়েশন এবং ক্লাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টস বিডি টানা দ্বিতীয়বারের মতো যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ পদকের জন্য নির্বাচিত হয়েছে।
এছাড়া, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য ক্যাটাগরিতে স্বর্ণপদক পাচ্ছে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, রৌপ্য পাচ্ছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ব্রোঞ্জ পাচ্ছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।