স্বর্ণের দাম কিছুটা কমে প্রতি ভরিতে হলো ১ লাখ ৮ হাজার টাকা
রেকর্ড পরিমাণে বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছে। সব থেকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ২২ ক্যারেট মানের এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা।
আগামীকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।
বুধবার (৬ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুসারে, ২১ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে করা হয়েছে ভরিতে ১ লাখ হাজার ২২৬ টাকা।
এ ছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে ৮৮ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২২৫ টাকা কমিয়ে ৭৩ হাজার ৭১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৯ নভেম্বর ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।