নিত্যপণ্যে উৎসে কর প্রত্যাহার চায় এফবিসিসিআই
চাল, গম, আলু, পেঁয়াজসহ সব ধরনের নিত্যপণ্যের সরবরাহ পর্যায়ে উৎসে কর প্রত্যাহারের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন- বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড এবং এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত হয়। সভায় এফবিসিসিআই সভাপতি মো. মাহবুবুল আলম এ প্রস্তাব তুলে ধরেন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই সভা শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিশেষ অতিথি হিসেবে আছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করছেন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।
লিখিত প্রস্তাবে মাহবুবুল আলম বলেন, বর্তমান আইনে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যসামগ্রী যেমন- চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, ছোলা, বুট, ডাল, হলুদ, মরিচ, ভুট্টা, আটা, ময়দা, লবণ, ভোজ্যতেল, চিনি এবং সকল প্রকার ফল– ইত্যাদির সরবরাহ পর্যায়ে উৎসে ২ শতাংশ হারে কর কর্তনের বিধান রয়েছে। যেকারণে ভোগ্যপণ্যের দামও বেড়ে যায়। তাই সকল কৃষিজাত নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যকে উৎসে কর কর্তনের আওতা বহির্ভূত রাখার প্রস্তাব করছি ।
লিখিত বক্তব্যে এফবিসিসিআই আরো জানায়, রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পসহ সকল রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎস করহার ১ শতাংশ থেকে হ্রাস করে আগের মতো শূন্য দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা এবং তা আগামী পাঁচ বছর পর্যন্ত কার্যকর রাখতে হবে। পাশাপাশি নগদ সহায়তার ওপর আয়কর কর্তনের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করতে হবে।
রাজধানীর একটি হোটেলে আযোজিত সভায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।