জানুয়ারি-মার্চে বাটা শু-র মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ
গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বাটা শু কোম্পানি বাংলাদেশ লিমিটেডের মুনাফা ৩৫ শতাংশ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া বিবৃতি অনুসারে, কোম্পানিটি প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ১৩.৪২ টাকা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ৯.৯৬ টাকা।
বাটা শু বাংলাদেশ জানায়, ইআইডি ব্যবসা, স্কুল, শীতের মৌসুমসহ অন্যান্য প্রচারণামূলক কার্যক্রমের জন্য তাদের আয় বেড়েছে। এর সুবাদেই তাদের মুনাফাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
মঙ্গলবার (১৪ মে) প্রথম ৩০ মিনিটের লেনদেনের হিসাবে, বাটার শেয়ারের দাম ছিল ৯৫৫.১০ টাকা, যা আগের বছরের চেয়ে ০.৮৯ শতাংশ কম।
এর আগে করোনা মহামারির ধাক্কা কাটিয়ে টানা দুই বছর লোকসান দেওয়ার পর ২০২২ সালে ফের মুনাফায় ফেরে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডেড জুতা প্রস্তুতকারক বাটা শু কোম্পানি।
বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রমের ছয় দশকের মধ্যে ২০২০ সালে প্রথমবারের মতো লোকসানের মুখে পড়েছিল বাটা। দেশব্যাপী করোনা লকডাউনের কারণে কোম্পানিটির বার্ষিক বিক্রি সে বছর ৪১ শতাংশ কমে গিয়েছিল। ২০২১ সালের পরিস্থিতিও ছিল একইরকম। কোভিড-১৯ লকডাউনের কারণে সে বছরের দুই ঈদের কোনোটিতেই ব্যবসা করতে পারেনি বাটা।
তবে ২০২২ সাল থেকে ঈদ উৎসবে পূর্ণ ব্যবসা করার সুবাদে মুনাফার ধারায় ফেরে বহুজাতিক কোম্পানিটি।