ব্যাংকের শাখাগুলোতে নগদ টাকা তুলতে লম্বা লাইন
টানা তিন কার্যদিবস বন্ধ থাকার পর খুলেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। দিনে মাত্র চার ঘণ্টা ব্যাংক খোলা থাকবে বলে আজ বুধবার (২৪ জুলাই) সকাল ১১টা থেকে শাখায় শাখায় দেখা গেছে গ্রাহকের উপচেপড়া ভিড়।
আজ টাকা জমার চেয়ে উত্তোলনই বেশি ছিল, এমনটা বলছেন ব্যাংক কর্মকর্তারা।
গ্রাহকরা বলেন, গত কয়েকদিন ইন্টারনেট না থাকায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংকের এটিএম বুথে টাকা সরবরাহ কম থাকায় কাঙ্ক্ষিত সেবা মেলেনি। এ কারণে আজ ব্যাংকগুলোর শাখায় নগদ চেকের মাধ্যমে টাকা তুলতে গ্রাহকদের লম্বা লাইন দেখা গেছে।
বুধবার মতিঝিল, দিলকুশা, পল্টন, ফকিরাপুল এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে।
আজ সরেজমিনে দেখা গেছে, ব্যাংকগুলোর শাখার প্রতিটি সেবা কাউন্টারে উপস্থিত সিংহভাগ গ্রাহকই এসেছেন টাকা উত্তোলন করতে। দু-একজন জমা দিতে এসেছেন।
বুধবার সকাল সাড়ে ১১টায় টাকা উত্তোলনের জন্য সোনালী ব্যাংকে অপেক্ষা করছিলেন আহসানুর রহমান। তিনি বলেন, 'গত কয়েকদিনে নগদ টাকার জন্য বেশ অস্বস্তিতে ছিলাম। এটিএম বুথ থেকেও টাকা তুলতে পারিনি। কয়েকটি বুথ ঘুরে দেখেছি সেখানে টাকা না থাকায় আমার মতো আরও অনেকেই বেশ সমস্যায় পড়েছিলেন। আজ ব্যাংক খোলার কথা শুনে চলে এসেছি।'
মো. শফিক নামে আরেকজন গ্রাহক এসেছেন পুবালী ব্যাংকের দিলকুশা শাখায়। তিনি বলেন, 'নগদ টাকা সংকটের কারণে নানা সমস্যায় পড়েছি। বাজার করতে পারছিলাম না। সুপার শপ দূরে থাকায় ঝুঁকি নিয়ে সেখানেও যেতে পারিনি। আজ ব্যাংক খুলেছে, লেনদেন করতে পেরে ভালোই লাগছে। অন্তত কাছে টাকা থাকায় মনে শান্তি পাচ্ছি।'
শাখায় জমার চেয়ে উত্তোনই বেশি ছিল—এ বিষয়ে সোনালী ব্যাংকের লোকাল অফিসের ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, 'ছাত্র আন্দোলনের কারনে তিন কার্যদিবস ব্যাংক বন্ধ ছিল। এ সময়ে হয়তো অনেক গ্রাহকই তাদের নগদ টাকা কেনাকাটায় শেষ করেছেন। এ কারণে আজকের বেশিরভাগ গ্রাহকই টাকা উত্তোলন করছেন।'
এদিকে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার কারফিউ শিথিল করা হয়েছে। এই দুদিন সকাল ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, গ্রাহকরা এ সময়ের মধ্যে লেনদেন করতে পারবেন।
এর আগে গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল গণমাধ্যমকে জানান, বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। আর একই দিনে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানান, সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে।
এদিকে পাঁচ দিন পর আজ সীমিত পরিসরে খুলেছে সরকারি ও বেসরকারি অফিস। ফলে আজ সকাল থেকেই রাজধানীর ফার্মগেট, মিরপুর, সায়েদাবাদ, মতিঝিল, কল্যাণপুর, বনানী, তেজগাঁও, মহাখালীসহ বিভিন্ন রাস্তায় দেখা দিয়েছে প্রচণ্ড যানজট।